টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের ৩ আসরের ফাইনালও ইংল্যান্ডে

২০ জুলাই ২০২৫

টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের ৩ আসরের ফাইনালও ইংল্যান্ডে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই ফাইনাল ম্যাচ আয়োজন করে আসছে ইংল্যান্ড। এবার পরবর্তী তিনটি চক্রের শিরোপা লড়াইয়ের জন্য ক্রিকেটের তীর্থভূমিকেই বেছে নিয়েছে আইসিসি।

রোববার সিঙ্গাপুরে বার্ষিক সভা শেষে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফলে ২০২৭, ২০২৯ ২০৩১ সালের শিরোপা লড়াই অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। তবে ভেন্যুর বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

২০২৩-২০২৫ চক্র শেষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইংল্যান্ডের বাইরে আয়োজন করা নিয়ে গুঞ্জন উঠেছিল। এই দৌড়ে এগিয়ে ছিল ভারত। কিন্তু শেষ পর্যন্ত সফলভাবে প্রথম তিন আসরের ফাইনাল আয়োজন করায় ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ওপর আস্থা রাখার কথা জানায় আইসিসি।

২০১৯-২০২১ চক্র দিয়ে শুরু হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। সাউদ্যাম্পটনের রোজ বোলে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে উইকেটে হারিয়ে প্রথম আসরের শিরোপা ঘরে তোলে নিউ জিল্যান্ড।

দ্বিতীয় চক্রের শিরোপা লড়াই অনুষ্ঠিত হয়েছিল লন্ডনের ওভালে। সেখানে ভারতকে ২০৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। গত জুনে লর্ডসে অনুষ্ঠিত ২০২৩-২০২৫ চক্রের ফাইনালে অস্ট্রেলিয়াকে উইকেটে হারিয়ে ২৮ বছর পর আইসিসির কোনো শিরোপা জেতে দক্ষিণ আফ্রিকা।

মন্তব্য করুন: