চোটে ইংল্যান্ড সিরিজ শেষ নিতিশের
২১ জুলাই ২০২৫

হাঁটুর চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন নিতিশ কুমার রেড্ডি। সিরিজে ভারতের হয়ে দুটি ম্যাচে মাঠে নেমেছিলেন এই অলরাউন্ডার।
সোমবার এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিতিশের চোটের বিষয়টি নিশ্চিত করা হয়। পুনর্বাসনের জন্য দ্রুতই ২২ বছর বয়সী এই ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হবে।
এর আগে এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, রোববার জিমে অনুশীলনের সময় নিতিশ চোট পান।
চলতি সিরিজের প্রথম টেস্টে খেলার সুযোগ পাননি নিতিশ। এজবাস্টনে দ্বিতীয় টেস্টে মাঠে নামলেও ব্যাট-বলে তেমন কোনো অবদান রাখতে পারেননি। ভারতের জয় পাওয়া ম্যাচটিতে দুই ইনিংসে রান করেন ১ করে। বল হাতে ছিলেন উইকেটশূন্য।
তবে লর্ডসে অনুষ্ঠিত হওয়া তৃতীয় টেস্টে ভালো করেন নিতিশ। প্রথম ইনিংসে একই ওভারে দুই ইংলিশ ওপেনারকে ফেরান তিনি। দ্বিতীয় ইনিংসেও ওপেনার জ্যাক ক্রলিকে ফেরান ডানহাতি এই পেসার। ব্যাট হাতে দুই ইনিংসে যথাক্রমে ৩০ ও ১৩ রান করেন।
ভারতের হয়ে এখন পর্যন্ত ৭ টেস্টে এক সেঞ্চুরিতে ৩৪৩ রান করা নিতিশ উইকেট নিয়েছেন ৮টি।
এছাড়াও চোটের কারণে ম্যানচেস্টারে শুরু হতে যাওয়া সিরিজের চতুর্থ টেস্ট থেকে বাঁহাতি পেসার আর্শদীপ সিংয়ের ছিটকে যাওয়ার বিষয়টিও বিবৃতিতে জানানো হয়। বোলিং অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান তিনি।
এজবাস্টন টেস্টে ভারতের জয়ের নায়ক আকাশ দীপকে ম্যানচেস্টার টেস্টে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, কুঁচকির চোটে ভুগছেন ডানহাতি এই পেসার।
চোটাক্রান্ত দলে পেসার আনশুল কম্বোজকে নিয়েছে ভারত। ইংল্যান্ড সফরে ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দুটি প্রথম শ্রেণির ম্যাচে তিন ইনিংসে মোট ৫ উইকেট নেন ২৪ বছর বয়সী ডানহাতি এই পেসার।
পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।
মন্তব্য করুন: