ম্যানচেস্টার টেস্টে খেলবেন বুমরাহ

২১ জুলাই ২০২৫

ম্যানচেস্টার টেস্টে খেলবেন বুমরাহ

ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারে শুরু হতে যাওয়া সিরিজের চতুর্থ টেস্টে খেলবেন যশপ্রীত বুমরাহ। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের আরেক পেসার মোহাম্মদ সিরাজ।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের সফর শুরুর আগে ভারতীয় কোচ গৌতম গম্ভীর জানিয়েছিলেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় সিরিজে বুমরাহকে তিনটি ম্যাচে খেলানো হবে। ফলে প্রথম টেস্টের পর দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয় ডানহাতি এই পেসারকে। এরপর লর্ডস টেস্ট দিয়ে আবারও একাদশে ফেরেন তিনি।

সে হিসেবে আগামী বুধবার শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টটি হতে যাচ্ছে চলতি সিরিজে বুমরাহর শেষ ম্যাচ। তবে সিরিজের ফল বিবেচনায় পঞ্চম ও শেষ টেস্টেও ৩১ বছর বয়সী এই ক্রিকেটারকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। চার ইনিংসে এখন পর্যন্ত তার শিকার ১২ উইকেট।

ম্যানচেস্টার টেস্টের আগে ভারতীয় শিবিরে আঘাত হেনেছে চোট। হাঁটুর চোটের কারণে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন নিতিশ কুমার রেড্ডি। আঙুলের চোটে ম্যাচ থেকে ছিটকে গেছেন পেসার আর্শদীপ সিং। কুঁচকির চোটের কারণে ম্যাচে আকাশ দীপের খেলা নিয়ে শঙ্কা আছে।

বোলিং আক্রমণের একাধিক ক্রিকেটার চোটে পড়ায় ম্যাচে ভারতের পেস আক্রমণ কেমন হতে পারে – জানতে চাওয়া হলে সোমবার সিরাজ বলেন, “এখন পর্যন্ত আমরা যেটা জানি যে, বুমরাহ খেলবে।

বুমরাহ ছাড়াও ভারতের জন্য সুখবর হয়ে এসেছে রিশাভ পান্তের অনুশীলনে ফেরা। লর্ডসে প্রথম ইনিংসে উইকেটকিপিংয়ের সময় আঙুলে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। এরপর দুই ইনিংসে ব্যাটিং করলেও আর কিপিংয়ে নামনেনি ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। গুঞ্জন ছিল, চতুর্থ টেস্ট পান্তকে বিশেষজ্ঞ ব্যাটার এবং ধ্রুব জুরেলকে উইকেটকিপার হিসেবে খেলাতে পারে ভারত।

তবে এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, সোমবার দুই ঘণ্টা অনুশীলন করেন পান্ত। সেখানে স্বাচ্ছন্দে উইকেটকিপিং ও ব্যাটিং অনুশীলন করেন ভারতের সহ-অধিনায়ক। ফলে ধারণা করা হচ্ছে, আসন্ন টেস্টে কিপার-ব্যাটার হিসেবেই খেলবেন তিনি।

পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।

মন্তব্য করুন: