রাসেলের বিদায়কে রাঙাতে দিলেন না ইংলিস-গ্রিন

২৩ জুলাই ২০২৫

রাসেলের বিদায়কে রাঙাতে দিলেন না ইংলিস-গ্রিন

ঘরের মাঠে আন্দ্রে রাসেলকে বিদায় জানাতে আয়োজনের কোনো কমতি ছিল না সাবাইনা পার্কে। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে শেষবারের মতো ব্যাট হাতে ঝড়ও তুলেছিলেন তিনি। কিন্তু শেষটা রাঙানো হলো না দুইবারের বিশ্বকাপ জয়ী তারকার। জশ ইংলিস ক্যামরন গ্রিনের ব্যাটিং তাণ্ডবে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

জ্যামাইকায় বাংলাদেশ সময় বুধবার সকালে শেষ হওয়া ম্যাচে আগে ব্যাট করে উইকেটে ১৭২ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে তৃতীয় উইকেটে ইংলিস-গ্রিনের রেকর্ড জুটিতে ২৮ বল আগে লক্ষ্য পৌঁছায় অস্ট্রেলিয়া।

আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলতে নামা রাসেলকেগার্ড অব অনার দিয়ে মাঠে স্বাগত জানায় দুদল। তার হাতে স্মারক তুলে দেন দেশটির ক্রীড়ামন্ত্রী। ১৪তম ওভারের শেষ বলে ক্রিজে এসে স্বাগতিক দর্শকদের মাতিয়ে ১৫ বলে ছক্কা চারে ৩৬ রানের ইনিংস খেলেন রাসেল। কট বিহাইন্ড করিয়ে তার এই ঝড় থামান ন্যাথান ইলিস।

ম্যাচের শুরুতে রাসেলের হাতে স্মারক তুলে দেন জ্যামাইকার ক্রীড়ামন্ত্রীটস হেরে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয় দুর্দান্ত। উদ্বোধনী জুটি থেকেই আসে ৬৩ রান, যার মধ্যে একাই ৫১ রান করেন ব্র্যান্ডন কিং। এরপরই অ্যাডাম জ্যাম্পা গ্লেন ম্যাক্সওয়েলের ঘূর্ণিতে দিশেহারা হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। রাসেল যখন ক্রিজে আসেন তখন দলের সংগ্রহ ছিল উইকেটে ৯৮ রান। ফেরেন দলীয় ১৩৯ রানে। শেষ পর্যন্ত গুদাকেশ মোটির ১৮ রানের ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় ক্যারিবিয়ানরা।

জ্যাম্পার শিকার উইকেট, ইলিস ম্যাক্সওয়েলের শিকার ২টি করে।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ওপেনিংয়ে নামা ম্যাক্সওয়েল দ্বিতীয় ওভারে ফেরেন ১২ রান করে। পাওয়ারপ্লের শেষ ওভারে অধিনায়ক মিচেল মার্শকে (২১) তুলে নেন আলজারি জোসেফ। এরপরের গল্পটা শুধুই ইংলিস-গ্রিনের ব্যাটিং তাণ্ডবের। এতে অবশ্য অবদান আছে ক্যারিবিয়ানদের ক্যাচ মিসের মহড়ারও।

পুরো ইনিংসে ফিল্ডাররা ক্যাচ ছাড়ে মোট ছয়টি, যার মধ্যে সপ্তম ওভারেই তিনটি ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হয় তারা। দুটি করে জীবন পান ইংলিস গ্রিন। মার্শ গ্রিনের ক্যাচ নিতে ব্যর্থ হন রাসেল। ডানহাতি এই পেসার জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ওভারে দেন ১৬ রান।

তৃতীয় উইকেটে রেকর্ড ১৩১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১৬তম ওভারে দলকে জয় এনে দেন ইংলিস গ্রিন। এতদিন এই উইকেটে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ জুটিটি ছিল অ্যারন ফিঞ্চ ম্যাক্সওয়েলে ১১৮ রানের।

৩৩ বলে চার ছক্কায় ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হন ইংলিস। ৩২ বলে ছক্কা চারে টানা দ্বিতীয় ফিফটিতে গ্রিন অপরাজিত থাকেন ৫৬ রানে।

বাংলাদেশ সময় আগামী শনিবার সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামবে দুদল।

মন্তব্য করুন: