পায়ের চোটে ইংল্যান্ড সফর ‘শেষ’ পান্তের

২৪ জুলাই ২০২৫

পায়ের চোটে ইংল্যান্ড সফর ‘শেষ’ পান্তের

আঙুলের চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে খেলা নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত মাঠে নেমেছিলেন রিশাভ পান্ত। ব্যাট হাতে নিজের স্বভাবসূলভ ব্যাটিংয়ে ইংলিশ পেসারদের জবাবও দিচ্ছিলেন। কিন্তু রিভার্স সুইপ করতে গিয়ে ডান পায়ে চোট পেয়ে ভারতের সহ-অধিনায়ক সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হওয়া সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে পায়ে চোট পান পান্ত। ক্রিস ওকসের একটি ডেলিভারিকে বাঁহাতি এই ব্যাটার রিভার্স সুইপ করতে গেলে সেটি ব্যাটের ভেতরের অংশে লেগে তার ডান পায়ে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে তাকে ব্যথায় কুঁকড়ে যেতে দেখা যায় এবং আঘাত লাগা স্থানটি ফুলে ওঠে। সে সময় ৪৮ বলে ৩৭ করা পান্ত গলফ কার্টে করে মাঠ ছাড়েন।

প্রথমে তাকে স্টেডিয়ামের মেডিকেল ফ্যাসিলিটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চোটের অবস্থা সম্পর্কে জানতে যান অধিনায়ক শুভমান গিল। এরপর স্ক্যানের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার পায়ে চিঁড় ধরা পড়ে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে ক্রিকইনফো জানায়, চোটের কারণে প্রাথমিকভাবে ছয় থেকে আট সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পান্তকে। ভারতের টিম হোটেলের বাইরে সমর্থকদের তোলা এক ভিডিওতে দেখা যায়, ২৭ বছর বয়সী এই ক্রিকেটারের ডান পায়ে সুরক্ষাকবজ পরে আছেন।

ফলে চলমান ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট ছাড়াও আগামী সপ্তাহে ওভালে শুরু হতে যাওয়া সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে খেলার কোনো সম্ভাবনা নেই পান্তের। চলতি টেস্টে তার উইকেটকিপিং না করার বিষয়টি পুরোপুরি নিশ্চিত। তবে দলের প্রয়োজনে তিনি ব্যাটিং করবেন কি না, সে সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল সদস্যের সঙ্গে পরামর্শ করে নেবে টিম ম্যানেজমেন্ট।

এর আগে লর্ডসে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে কিপিংয়ের সময় তার বাঁ হাতের তর্জনীতে আঘাত লেগেছিল। তখন তার বদলি হিসেবে বাকি সময় উইকেটের পেছনে দাঁড়ান ধ্রুব জুরেল। এই ম্যাচেও বদলি হিসেবে কিপিং করতে পারেন তিনি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনের দাপটের ৪ উইটেকে ২৬৪ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত।

মন্তব্য করুন: