বাভুমা-মারক্রামকে নিয়ে অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা
২৪ জুলাই ২০২৫

আগামী অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে যাওয়া সাদা বলের সিরিজের জন্য টেম্বা বাভুমা ও এইডেন মারক্রামকে নিয়ে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। তবে ইংল্যান্ডে দ্য হান্ড্রেড টুর্নামেন্টে খেলতে ব্যস্ত থাকবেন দেখে দলে রাখা হয়নি ডেভিড মিলারকে।
বৃহস্পতিবার ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সফরে ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন বাভুমা। টি-টুয়েন্টি দলের নেতৃত্বে থাকবেন মারক্রাম। এছাড়াও দলে ফিরেছেন কাগিসো রাবাদা।
সম্প্রতি জিম্বাবুয়ের মাটিতে টেস্ট সিরিজে এবং ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন মারক্রাম ও রাবাদা। অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হ্যামস্ট্রিং চোট পেয়ে সফর থেকে ছিটকে যান বাভুমা।
ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া একশ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে খেলবেন দেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো সিরিজেই নেই মিলার। অন্যদিকে চোটের কারণে দলে জায়গা হয়নি পেস অলরাউন্ডার মার্কো ইয়েনসেনের।
টি-টুয়েন্টি দলে জায়গা হলেও ওয়ানডে দলে ডাক পাননি ডানহাতি ব্যাটার রাসি ফন ডার ডুসেন। টি-টুয়েন্টিতে ফিরেছেন রায়ান রিকেলটন ও ট্রিস্ট্যান স্টাবস। জিম্বাবুয়েতে খেলা লুহান-ড্রে প্রিটোরিয়াস ও ডেওয়াল্ড ব্রেভিসকেও রাখা হয়েছে। ওয়ানডেতে এদের সঙ্গে যুক্ত হয়েছেন ম্যাথিউ ব্রিটজকে ও টনি ডি জর্জি।
আগামী ১০ আগস্ট ডারউইনে শুরু হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিটি শুরু হবে ১৯ আগস্ট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫ সদস্যের টি-টুয়েন্টি দল:
এইডেন মারক্রাম (অধিনায়ক), কর্বিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জর্জ লিন্ডে, কোয়েনা মাফাকা, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, নকাবা পিটার, লুহান-ড্রে প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্ট্যান স্টাবস, প্রেনেলান সুব্রায়ান, রাসি ফন ডার ডুসেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ সদস্যের ওয়ানডে দল:
টেম্বা বাভুমা (অধিনায়ক), কর্বিন বোশ, ম্যাথিউ ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, এইডেন মারক্রাম, সেনুরান মুথুসামি, কেশব মহারাজ, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, লুহান-ড্রে প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্ট্যান স্টাবস, প্রেনেলান সুব্রায়ান।
মন্তব্য করুন: