স্টোকসের ৫ উইকেটের পর ওপেনারদের নৈপুণ্যে শক্ত অবস্থানে ইংল্যান্ড

২৫ জুলাই ২০২৫

স্টোকসের ৫ উইকেটের পর ওপেনারদের নৈপুণ্যে শক্ত অবস্থানে ইংল্যান্ড

বেন স্টোকস ও জোফরা আর্চারের পেস তোপ সামলে সাড়ে তিনশ ছোঁয়া সংগ্রহ পেয়েছিল ভারত। তবে জ্যাক ক্রলি ও বেন ডাকেটের আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুরুটা দুর্দান্ত করেছে ইংল্যান্ড। দিনের খেলা শেষে ১৩৩ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।

বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২২৫ রান। অলি পোপ ২০ ও জো রুট ১১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। এর আগে প্রথম ইনিংসে ৩৫৮ রানে অলআউট হয় ভারত।

৪ উইকেটে ২৬৪ রান নিয়ে দিনের খেলা শুরু করা ভারত দ্বিতীয় ওভারেই হারায় রবীন্দ্র জাদেজার (২০) উইকেট। বাঁহাতি এই ব্যাটারকে তুলে নেন আর্চার। ষষ্ঠ উইকেটে শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটে সেই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টায় ছিল সফরকারীরা। তবে ৪১ রান করা এই ব্যাটারকে ফিরিয়ে ৪৮ রানের জুটি ভাঙেন স্টোকস।

এরপর দলকে বড় সংগ্রহ এনে দিতে আবারও ব্যাটিংয়ে নামেন আগের দিন ৩৭ রানে পায়ে চোট নিয়ে মাঠ ছাড়া রিশাভ পান্ত। ডান পায়ে চিঁড় ধরলেও খোঁড়াতে খোঁড়াতে সিঁড়ি বেয়ে বাঁহাতি এই ব্যাটার মাঠে প্রবেশের সময় তাকে করতালি দিয়ে স্বাগত জানান মাঠে উপস্থিত দর্শকরা।

সুন্দরকে নিয়ে দলের সংগ্রহ সাড়ে তিনশর দিকে এগুতে থাকেন পান্ত। কিন্তু জোড়া আঘাতে সেই আশা কিছুটা ফিঁকে করে দেন স্টোকস। আনশুল কাম্বোজকে তুলে নিয়ে আট বছর পর টেস্টে এক ইনিংসে ৫ উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার।

পরের ওভারে আর্চারকে ছক্কা হাঁকিয়ে টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি ৯০টি ছক্কা হাঁকানো বীরেন্দ্র শেবাগকে স্পর্শ করেন পান্ত। স্টোকসে চার মেরে তুলে নেন ফিফটিও। এরপরই ৫৪ রান করা এই ব্যাটারের স্টাম্প উপড়ে দেন আর্চার। যশপ্রীত বুমরাহকে তুলে নিয়ে ভারতীয় ইনিংসের ইতি টানেন তিনি। ডানহাতি এই ফাস্ট বোলারের শিকার ৩ উইকেট।

ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন ক্রলি-ডাকেট জুটি ১৯তম ওভারে দলের খাতায় শতরান যোগ করেন। ডাকেট ৪৬ বলে ফিফটি তুলে নিলেও কিছুটা ধীরে খেলে ৭৩ বলে অর্ধশত পূর্ণ করেন ক্রলি।

দু’জনই ছিলেন সেঞ্চুরির পথেও। কিন্তু ক্রলিকে (৮৪) ফিরিয়ে ১৬৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন জাদেজা। সঙ্গীর বিদায়ের পর দ্রুত বিদায় নেন ডাকেটও। ৯৪ রান করা বাঁহাতি এই ব্যাটারকে কট বিহাইন্ড করিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম উইকেট নেন অভিষিক্ত কাম্বোজ। দিনের বাকিটা সময় কোনো বিপদ ছাড়াই পার করেন পোপ ও রুট।

মন্তব্য করুন: