দ্রাবিড়-ক্যালিসকে ছাড়িয়ে ৩ নম্বরে রুট

২৫ জুলাই ২০২৫

দ্রাবিড়-ক্যালিসকে ছাড়িয়ে ৩ নম্বরে রুট

যশপ্রীত বুমরাহকে ড্রাইভে চার মেরে রাহুল দ্রাবিড়কে ছুঁয়ে ফেলেছিলেন। পরের বলে এক রান নিয়ে ভারতীয় কিংবদন্তিকে ছাড়িয়ে স্পর্শ করেন জ্যাক ক্যালিসকে। পরের ওভারে আরেক রান নিয়ে পেছনে ফেললেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তিকেও। টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন ইংল্যান্ডের জো রুট।

বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন ১৩ হাজার ২৫৯ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার।

শুক্রবার তৃতীয় দিন সকালে প্রথম ঘণ্টায় দ্রাবিড় ও ক্যালিসকে ছাড়িয়ে যান রুট। দ্রাবিড় তার টেস্ট ক্যারিয়ার শেষ করেন ২৮৬ ইনিংসে ১৩ হাজার ২৮৮ রান নিয়ে। অন্যদিকে ২৮০ ইনিংসে ১৩ হাজার ২৮৯ রান করেন ক্যালিস। ২৮৬ ইনিংসে তাদেরকে ছাড়িয়ে গেলেন রুট।

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৩৪ বছর বয়সী এই ব্যাটারের সামনে আছেন কেবল রিকি পন্টিং (১৩ হাজার ৩৭৮ রান) ও শচীন টেন্ডুলকার (১৫ হাজার ৯২১ রান)।

৬৩ রান নিয়ে দিনের মধ্যাহ্ন ভোজের বিরতিতে গেছেন রুট। ফলে পন্টিংকে ছাড়িয়ে যেতে আর ৫৭ রান দরকার ২০১২ সালে টেস্ট অভিষেক হওয়া এই ক্রিকেটারের। 

মন্তব্য করুন: