উইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের দলে ফিরলেন শাহিন

২৫ জুলাই ২০২৫

উইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের দলে ফিরলেন শাহিন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজের পাকিস্তান দলে ফিরছেন শাহিন শাহ আফ্রিদি। ওয়ানডে ছাড়াও টি-টুয়েন্টি দলেও জায়গা হয়েছে বাঁহাতি এই পেসারের। তবে টি-টুয়েন্টি দলে এবারও জায়গা হয়নি দুই অভিজ্ঞ বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের।

আগামী ৩১ জুলাই শুরু হতে যাওয়া সাদা বলের সিরিজকে সামনে রেখে শুক্রবার আলাদা আলাদা দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৬ সদস্যের ওয়ানডে দলে নতুন মুখ ব্যাটার হাসান নাওয়াজ। গত মার্চে টি-টুয়েন্টি দিয়ে জাতীয় দলে অভিষেক হয় ২২ বছর বয়সী এই ব্যাটারের।

পাকিস্তানের জার্সিতে গত মার্চে নিউ জিল্যান্ডের মাটিতে সবশেষ টি-টুয়েন্টি খেলেন শাহিন। এরপর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ ছাড়াও বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি সিরিজের দলেও জায়গা হয়নি বাঁহাতি এই পেসারের।

অন্যদিকে গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতে সবশেষ টি-টুয়েন্টি খেলতে নেমেছিলেন বাবর ও রিজওয়ান।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবারের মতো এই ফরম্যাটের দলে ডাক পেয়েছেন হাসান আলী। টি-টুয়েন্টি দলেও আছেন ডানহাতি এই পেসার। চোট কাটিয়ে টি-টুয়েন্টির দলে ফিরেছেন আরেক পেসার হারিস রউফ।

৩১ জুলাই যুক্তরাষ্ট্রের লডারহিলে শুরু হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। ২ ও ৩ আগস্ট একই ভেন্যুতে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৮ তারিখে ত্রিনিদাদে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে সিরিজের বাকি দুই ম্যাচ ১০ ও ১২ আগস্ট অনুষ্ঠিত হবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের ১৫ সদস্যের টি-টুয়েন্টি দল:

সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের ১৬ সদস্যের ওয়ানডে দল:

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলী আগা, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম

মন্তব্য করুন: