হংকং ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু বাংলাদেশের
২৬ জুলাই ২০২৫

অপেক্ষার অবসান ঘটিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সভার একদিন পর এশিয়া কাপ আয়োজনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-টুয়েন্টি ফরম্যাটে এশিয়ার শ্রেষ্ঠত্বের এবারের আসর। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে বাংলাদেশ।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এশিয়া কাপের দিনক্ষণ চূড়ান্ত করেন এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। এর কয়েক ঘণ্টা পর চূড়ান্ত সূচি প্রকাশ করে এসিসি।
গত বৃহস্পতিবার ঢাকায় এসিসির সভা শেষে মহসিন জানিয়েছিলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে এশিয়া কাপের দিনক্ষণ ঠিক করা হবে।
এবারের টুর্নামেন্টে ৮ দলটি দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘বি’ গ্রুপে হংকং ছাড়াও শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ। আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে লিটন দাসের দল।
একদিন পর তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে লিটন-মুস্তাফিজরা।
অন্যদিকে বরাবরের মতো এবারও একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ‘এ’ গ্রুপে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ওমান ও স্বাগতিক আরব আমিরাতকে। ভারত-পাকিস্তানের ম্যাচটি মাঠে গড়াবে ১৪ সেপ্টেম্বর।
দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল যাবে পরের ধাপে। সুপার ফোরে দলগুলো পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সেখান থেকে শীর্ষ দুই দল শিরোপা লড়াইয়ে মাঠে নামবে ২৮ সেপ্টেম্বর।
মন্তব্য করুন: