জাদেজা-সুন্দরের ব্যাটে ওল্ড ট্র্যাফোর্ডে হার এড়াল ভারত

২৭ জুলাই ২০২৫

জাদেজা-সুন্দরের ব্যাটে ওল্ড ট্র্যাফোর্ডে হার এড়াল ভারত

লোকেশ রাহুল ও শুভমান গিলের ব্যাটে শুরুর বিপর্যয় বেশ ভালোভাবেই কাটিয়ে উঠেছিল ভারত। তবে শেষ দিনের প্রথম সেশনে এই দুই ব্যাটারকে হারিয়ে ম্যাচ হাতছাড়া হওয়ার শঙ্কায় পড়েছিল তারা। কিন্তু ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজার প্রতিরোধে শেষ পর্যন্ত হার এড়িয়েছে সফরকারীরা। এই দুই ব্যাটারের ২০৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ড্র হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট।

রোববার ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের পঞ্চম দিনের শেষ ঘণ্টায় জাদেজা ও সুন্দরের সেঞ্চুরির পর ড্র মেনে নেয় দু’দল। সে সময় ভারতের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৪২৫ রান। সুন্দর ১০১ ও জাদেজা ১০৭ রানে অপরাজিত থাকেন।

অবশ্য প্রথম বলেই জাদেজাকে ফেরানোর সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। কিন্তু জোফরা আর্চারের বলে প্রথম স্লিপে বাঁহাতি এই ব্যাটারের ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন জো রুট। সেই সুযোগ কাজে লাগিয়ে পঞ্চম উইকেটে সুন্দরের সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে দলকে ড্র এনে দেন জাদেজা।

২ উইকেটে ১৭৪ রান নিয়ে রাহুল ও গিল যখন দিনের খেলা শুরু করেন, তখন ১৩৭ রানে পিছিয়ে ছিল ভারত। আগের দিন বোলিং করতে না পারা স্টোকস এদিন বল হাতে নিয়ে দলকে সাফল্য এনে দেন। ৯০ রান করা রাহুলকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ডানহাতি এই পেসার ভাঙেন তৃতীয় উইকেটে ১৮০ রানের জুটি।

সঙ্গীর বিদায়ের পর ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন গিল। চলতি সিরিজে ভারত অধিনায়কের এটি চতুর্থ শতক। এরই সঙ্গে টেস্টে অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডে ডোনাল্ড ব্র্যাডম্যান ও সুনীল গাভাস্কারকে স্পর্শ করেন তিনি। এই দুই কিংবদন্তিরও অধিনায়ক হিসেবে এক টেস্ট সিরিজে ৪টি করে সেঞ্চুরি আছে।

দিনের শেষ ঘণ্টার শুরুতে ড্র মেনে নেওয়ার কথা জানান স্টোকসমধ্যাহ্ন ভোজের বিরতির আগে ১০৩ রান করা গিলকে কট বিহাইন্ড করিয়ে ইংলিশদের স্বস্তি দেন আর্চার। পরের বলেই জাদেজার ক্যাচ নিতে ব্যর্থ হন রুট। বিরতির পর পেসারদের দাপট সামলে প্রতিরোধ গড়ে তুলে দলকে লিডও এনে দেন সুন্দর-জাদেজা জুটি। দুর্দান্ত ব্যাটিংয়ে তারা ছিলেন সেঞ্চুরির পথেও।

তবে দিনের ১৫ ওভার বাকি থাকতে ম্যাচ ড্র মেনে নেওয়ার কথা জানান স্টোকস। কিন্তু তাতে সাড়া দেননি জাদেজা ও সুন্দর। তখন জাদেজা ৮৯ ও সুন্দর ৮০ রানে ছিলেন। এরপর হ্যারি ব্রুককে ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন জাদেজা। এক ওভার পর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন সুন্দর। এরপর ড্র মেনে নেয় দু’দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৫৮ রানে অলআউট হয় ভারত। জবাবে রুট ও স্টোকসের সেঞ্চুরিতে ৬৬৯ রানে থামে ইংল্যান্ড। ৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ২ উইকেট হারায় সফরকারীরা। কিন্তু পরের ১৪২ ওভারে তাদের কেবল দুটি উইকেট নিতে পারে ইংলিশরা।

ব্যাট হাতে ১৪১ রান এবং দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন স্টোকস।

আগামী বৃহস্পতিবার ওভালে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: