পান্তের বদলি হিসেবে ভারত দলে জগদীশন

২৮ জুলাই ২০২৫

পান্তের বদলি হিসেবে ভারত দলে জগদীশন

ডান পায়ের পাতায় পাওয়া চোটের কারণে ইংল্যান্ড সফরের বাকি অংশ থেকে রিশাভ পান্তের ছিটকে যাওয়ার কথা জানা গিয়েছিল আগেই। এই উইকেটকিপার-ব্যাটারের বদলি হিসেবে আগামী বৃহস্পতিবার ওভালে শুরু হতে যাওয়া সিরিজের পঞ্চম শেষ টেস্টের দলে আরেক উইকেটকিপার-ব্যাটার নারায়ণ জগদীশনকে নিয়েছে ভারত।

সোমবার ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট শেষে এক বিবৃতিতে পান্তের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করে বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)

গত বুধবার ম্যাচের প্রথম দিন ব্যাটিংয়ের সময় পায়ে আঘাত নিয়ে মাঠ ছাড়েন পান্ত। পরদিন চিঁড় ধরা পা নিয়েই ব্যাটিংয়ে নেমে ফিফটি পূর্ণ করে দলকে প্রথম ইনিংসে সাড়ে তিনশ রানের ভিত গড়ে দেন তিনি। দিনের খেলা শুরুর আগে এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছিল, সিরিজের বাকি অংশ থেকে ভারতের সহ-অধিনায়কের ছিটকে যাওয়ার কথা।

পান্তের বদলে দলে আসা জগদীশন প্রথম আলোচনায় আসেন ২০২২ সালে। লিস্ট ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ ২৭৭ রানের ইনিংস খেলেছিলেন তামিলনাড়ুর এই ক্রিকেটার। অরুণাচলের বিপক্ষে বিজয় হাজারে ট্রফির সেই ম্যাচে সাই সুদর্শনের সঙ্গে ৪১৬ রানের জুটি গড়েছিলেন তিনি, যা এই ফরম্যাটের একমাত্র চারশ রানের জুটি। এছাড়াও সেই আসরে টানা পাঁচ ম্যাচে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন তিনি, যা লিস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ।

প্রথম শ্রেণির ক্রিকেটেও রেকর্ড বেশ ভালো জগদীশনের। ৫২ মাচে সাড়ে ৪৭ গড়ে হাজার ৩৭৩ রান করেছেন তিনি। সেঞ্চুরি ১০টি, যার মধ্যে আছে একটি ট্রিপল সেঞ্চুরিও।

রঞ্জি ট্রফিতে সবশেষ দুই মৌসুমে তামিলনাড়ুর সফলতম ব্যাটার ছিলেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। ২০২৩-২৪ মৌসুমে ১৩ ইনিংসে ৭৪ দশমিক ১৮ গড়ে তিনি ৮১৬ রান করেছিলেন। গত মৌসুমে ১৩ ইনিংসে করেন ৬৭৪ রান, গড় ৫৬ দশমিক ১৬।

ভারত দলে অবশ্য আগে থেকেই উইকেটকিপার হিসেবে আছেন ধ্রুব জুরেল। পান্তের চোটের কারণে লর্ডসে তৃতীয় টেস্টের অনেকটা সময় এবং ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টের পুরোটা সময় কিপিং করেছেন তিনি।

মন্তব্য করুন: