শেষ টেস্টেও বুমরাহকে খেলানোর আভাস দিলেন ভারত কোচ

২৮ জুলাই ২০২৫

শেষ টেস্টেও বুমরাহকে খেলানোর আভাস দিলেন ভারত কোচ

শুভমান গিল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের সেঞ্চুরিতে ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্ট ড্র হওয়ায় সিরিজে এখনও টিকে আছে ভারত। সিরিজ হার এড়ানোর লক্ষ্যে আগামী বৃহস্পতিবার ওভালে শুরু হতে যাওয়া পঞ্চম ও শেষ টেস্টে যশপ্রীত বুমরাহকে খেলানোর বিষয়টি বিবেচনায় আছে বলে জানিয়েছেন দলটির হেড কোচ গৌতম গম্ভীর।

পিঠের চোটের কারণে গত জানুয়ারি থেকে তিন মাস মাঠের বাইরে ছিলেন বুমরাহ। ডানহাতি এই পেসারের ওয়ার্কলোডের বিষয়টি মাথায় রেখে ইংল্যান্ড সফরের আগেই গম্ভীর ও ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছিলেন, সিরিজে মোট তিনটি ম্যাচ খেলবেন বুমরাহ। এরই মধ্যে সেই তিনটি ম্যাচ খেলে ফেলেছেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।

সোমবার ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের শেষ দিন জাদেজা ও সুন্দরের দুর্দান্ত প্রতিরোধে ম্যাচটি ড্র করে ভারত। আগের দিন ৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার পর প্রথম ওভারেই ২ উইকেট হারিয়েছিল তারা। তবে বাকি ১৪২ ওভারে সফরকারীদের কেবল দুটি উইকেট নিতে পারে ইংলিশরা।

সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। ফলে সিরিজ নিজেদের করে নিতে শেষ ম্যাচে কেবল হার এড়াতে হবে বেন স্টোকসের দলকে। অন্যদিকে সিরিজ বাঁচাতে শেষ ম্যাচে জিততেই হবে ভারতকে। গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজ জিতেছিল তারা। এরপরের দুটিতেই হারে দেশটি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শেষ টেস্টে বুমরাহর খেলার প্রসঙ্গে গম্ভীর বলেন, “শেষ টেস্টের কম্বিনেশন নিয়ে আমরা এখনও কোনো আলোচনা করিনি। বুমরাহ খেলবেন কি না, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে যেই খেলুক, দেশকে জেতানোর জন্যই খেলবে।"

অন্যদিকে বিবিসিকে ভারত অধিনায়ক গিল জানান, ওভালে মাঠের নামার সিদ্ধান্তটি বুমরাহর ওপরই ছেড়ে দেওয়া হতে পারে।

যদি তিনি নিজেকে সম্পূর্ণ ফিট মনে করে এবং আমাদের জন্য খেলতে চান, তাহলে সেটা আমাদের জন্য দারুণ হবে।

চোটের কারণে চতুর্থ টেস্ট থেকে ছিটকে যান আকাশ দীপ ও আর্শদীপ সিং। অন্যদিকে হাঁটুর চোটের কারণে আগেই দেশে ফিরে যান পেস অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি। এমন অবস্থায় আনশুল কাম্বোজকে অভিষেক করায় ভারত। 

তবে ওভালের টেস্টে সব পেসার ফিট থাকবেন বলে আশাবাদী গম্ভীর বলেন, “সব পেসার এখন ফিট। চোটের কোনো সমস্যা নেই।

মন্তব্য করুন: