শেষ টেস্টের দলে বাড়তি পেসার নিল ইংল্যান্ড

২৮ জুলাই ২০২৫

শেষ টেস্টের দলে বাড়তি পেসার নিল ইংল্যান্ড

ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের জন্য দলে বাড়তি পেসার যুক্ত করেছে ইংল্যান্ড। প্রথম টেস্টের পর আবারও দলে ফিরেছেন জেইমি ওভারটন। ডানহাতি এই পেসারের অন্তর্ভুক্তি ছাড়া দলে আর কোনো পরিবর্তন আনা হয়নি।

ওভালে শুরু হতে যাওয়া শেষ টেস্টের জন্য মঙ্গলবার দল ঘোষণা করে ইংল্যান্ড। এর আগে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দলে থাকলেও একাদশে জায়গা পাননি ওভারটন।

সোমবার ওল্ড ট্র্যাফোর্ডে শেষ হওয়া সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ড বোলারদের ওপর দিয়ে বেশ ধকল গেছে। পুরো ম্যাচে মোট ২৫৭.১ ওভার বোলিং করেছে তারা। ফলে আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া শেষ টেস্টে সতেজ বোলার খেলানোর আভাস দিয়ে রেখেছেন অধিনায়ক বেন স্টোকস।

এখন পর্যন্ত হওয়া চার টেস্টে প্রায় একই ধরনের বোলিং আক্রমণ নিয়ে খেলেছে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টের পর জশ টাংয়ের জায়গায় একাদশে আসেন জোফরা আর্চার। অন্যদিকে চোটের কারণে স্পিনার শোয়েব বশির ছিটকে যাওয়ায় চতুর্থ টেস্টে খেলেন আরেক স্পিনার লিয়াম ডওসন।

পুরো সিরিজে দলের হয়ে সবচেয়ে বেশি ১৬৭ ওভার বোলিং করেছেন ক্রিস ওকস। ১৫৫ ওভার বোলিং করেছেন ব্রাইডন কার্স। অন্যদিকে স্টোকস বোলিং করেছেন ১৪০ ওভার, যা তার পুরো ক্যারিয়ারে এক সিরিজে সর্বোচ্চ।

শেষ ম্যাচের জন্য ওকসের বদলে একাদশে আসতে পারেন গাস অ্যাটকিনসন। সিরিজে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১১ উইকেট নেওয়া টাংয়েরও মাঠে নামার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ২০২২ সালের পর প্রথমবার জাতীয় দলের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে খেলতে পারেন ওভারটন।

খেলোয়াড়দের টানা খেলার ধকল কাটিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় দিতে মঙ্গলবারের অনুশীলন বাতিল করেছে ইংলিশরা।

পঞ্চম টেস্টে ইংল্যান্ড দল:

বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, লিয়াম ডওসন, বেন ডাকেট, জেইমি ওভারটন, অলি পোপ, জো রুট, জেইমি স্মিথ, জশ টাং, ক্রিস ওকস।

মন্তব্য করুন: