ওভাল টেস্টে খেলছেন না বুমরাহ

৩০ জুলাই ২০২৫

ওভাল টেস্টে খেলছেন না বুমরাহ

ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে যশপ্রীত বুমরাহকে খেলাচ্ছে না ভারত। মঙ্গলবার এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ডানহাতি এই পেসারকে দীর্ঘ সময়ের জন্য পাওয়ার কথা মাথায় রেখে এবং তার পিঠকে সুরক্ষা দিতে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেডিকেল টিম।

বৃহস্পতিবার ওভালে শুরু হবে সিরিজে পঞ্চম শেষ টেস্ট। বুমরাহর জায়গায় এই টেস্টে দিয়ে চোট কাটিয়ে একাদশে ফিরতে পারেন আরেক পেসার আকাশ দীপ।

ইংল্যান্ডে আসার আগেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল, সিরিজে তিনটি ম্যাচে খেলানো হবে বুমরাহকে। ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্টে দিয়ে নিজের তৃতীয় ম্যাচটি খেলে ফেলেন তিনি। তবে সোমবার ম্যাচটি ড্র হওয়ার পর ভারত হেড কোচ আভাস দিয়েছিলেন শেষ ম্যাচেও বুমরাহকে খেলানোর। কিন্তু সেটি এখন আর হচ্ছে না।

গত রোববার ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের চতুর্থ দিন সকাল থেকে কোনো বোলিং করেননি বুমরাহ। ফলে শেষ টেস্ট শুরুর আগে পাঁচ দিনের বিশ্রাম পেয়েছিলেন তিনি। এই ম্যাচ জিততে পারলে সিরিজ ড্র করতে পারবে - ব্যবধানে পিছিয়ে থাকা ভারত।

চতুর্থ টেস্টে কেবল এক ইনিংসে বোলিং করেন বুমরাহ। ধীর ব্যাটিং সহায়ক উইকেটে তার বলের গতিও কমে যায়। প্রথমবারের মতো কোনো ইনিংসে ৩৩ ওভার বোলিং করেন। এছাড়া ক্যারিয়ারে প্রথমবারের কোনো ইনিংসে তিনি একশ রানের বেশি দেন। উইকেট শিকার করেন দুটি।

সিরিজের শুরু থেকে প্রতি ম্যাচের প্রথম ইনিংসে বুমরাহর বোলিং গতিও বেশ কমে এসেছে। হেডিংলিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪২ দশমিক শতাংশ বল ১৪০ কিলোমিটার গতির ওপরে করেছিলেন তিনি। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে তা কমে দাঁড়ায় ২২ দশমিক শতাংশে। সবশেষ ওল্ড ট্র্যাফোর্ডে তা এসে ঠেকে . শতাংশে।

১৪ উইকেট নিয়ে মোহাম্মদ সিরাজের সঙ্গে যৌথভাবে উইকেটশিকারির তালিকার দুই নম্বরে আছেন বুমরাহ।

মন্তব্য করুন: