শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন স্টোকস

৩০ জুলাই ২০২৫

শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন স্টোকস

ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট শেষে বেন স্টোকস বেশ জোরের সঙ্গেই জানিয়েছিলেন ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টেও খেলবেন। কিন্তু কাঁধের চোটের কারণে সেটি আর হচ্ছে না। বৃহস্পতিবার ওভালে শুরু হতে যাওয়া ম্যাচ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ড অধিনায়ক।

বুধবার ডান কাঁধের চোটের কারণে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট থেকে স্টোকসের বাদ পড়ার কথা জানায় ইংল্যান্ড। ফলে এই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন অলি পোপ। স্টোকসের জায়গায় ছয় নম্বরে ব্যাটিং করবেন জ্যাকব বেথেল।

স্টোকস ছাড়াও একাদশে আরও তিনটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। গতি তারকা জোফরা আর্চার ও পেস অলরাউন্ডার ব্রাইডন কার্সের সঙ্গে বাদ পড়েছেন স্পিনার লিয়াম ডওসন। তাদের পরিবর্তে একাদশে এসেছেন তিন পেসার গাস অ্যাটকিনসন, জশ টাং ও জেইমি ওভারটন। এদের মধ্যে সিরিজে প্রথমবারের মতো মাঠে নামবেন অ্যাটকিনসন ও ওভারটন।

সোমবার ওল্ড ট্র্যাফোর্ডে শেষ হওয়া চতুর্থ টেস্টের শেষ তিন দিনই চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে স্টোকসকে। প্রথম ইনিংসে ২৪ ওভার বোলিং করলেও ডানহাতি এই পেসার দ্বিতীয় ইনিংসে বোলিং করেছেন ১১ ওভার, সেটিও পঞ্চম দিনে। দিনের শুরুতে ওয়ার্ম-আপের সময় তাকে ডান কাঁধে অস্বস্তি প্রকাশ করতে দেখা গিয়েছিল।

সেই ম্যাচের প্রথম ইনিংসে বল হাতে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৪১ রান করেছিলেন স্টোকস। ইংল্যান্ডের ইতিহাসের চতুর্থ ক্রিকেটার হিসেবে একই টেস্টের ইনিংসে ৫ উইকেট ও সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েন তিনি।

সিরিজের সবশেষ দুই ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন স্টোকস। ফলে তাকে ছাড়া সিরিজ নিজেদের করে নেওয়ার অভিযানে বেশ বড় ধাক্কাই খেল ইংল্যান্ড। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।

১৭ উইকেটে নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি স্টোকসের অনুপস্থিতিতে শেষ টেস্টে কিছুটা দুর্বল দেখাচ্ছে ইংল্যান্ডের পেস আক্রমণকে। প্রথম দুই টেস্টে ১১ উইকেট নিয়েছিলেন টাং। চার টেস্ট খেলে ১০ উইকেট নিয়েছেন ক্রিস ওকস। অন্যদিকে গত মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার পর একাদশে ফিরেছেন অ্যাটকিনসন। আর ২০২২ সালের প্রথমবারের মতো সাদা পোশাকে মাঠে নামবেন ওভারটন।

ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টের ইংল্যান্ড একাদশ:

জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেইমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেইমি ওভারটন, জশ টাং।

মন্তব্য করুন: