চোটে ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন ওকস

চোটে ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন ওকস

ভারতের বিপক্ষে পঞ্চম শেষ টেস্টের প্রথম দিনের খেলা শেষে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। কাঁধের চোটের কারণে ম্যাচের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ক্রিস ওকস।

বৃহস্পতিবার ওভালে প্রথম দিনের শেষ বেলায় বাউন্ডারি আটকাতে গিয়ে পড়ে গিয়ে বাঁ কাঁধের চোট নিয়ে মাঠ ছাড়েন ৩৬ বছর বয়সী এই পেস অলরাউন্ডার।

রাতেই তার চোট পরীক্ষা করা হয়। শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে ইংল্যান্ড জানায়, ম্যাচের বাকি অংশে আর খেলতে পারবেন না তিনি।

ইংল্যান্ড দল এক বিবৃতিতে জানায়, সিরিজ শেষ হওয়ার পর ওকসের চোটের ব্যাপারে আরও বিস্তারিত মূল্যায়ন করা হবে।

ওকসের চোট ইংল্যান্ডের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। বোলিং ছাড়াও ব্যাট হাতে দলকে সহায়তা করতেন তিনি। দলের একমাত্র পেসার হিসেবে সিরিজের সবকটি ম্যাচেই খেলেছেন তিনি। তবে আগের চার টেস্টে ফ্ল্যাট পিচে তেমন সাফল্য পাননি, উইকেট নিয়েছিলেন মাত্র ১০টি। ওভাল টেস্টে একাদশের একমাত্র অভিজ্ঞ পেসারও ছিলেন তিনি। বল হাতে প্রথম দিন ওপেনার লোকেশ রাহুলকে বোল্ড করেন ওকস।

কাঁধের চোটের কারণে এই ম্যাচ থেকে আগেই ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক বেন স্টোকস। এছাড়াও বিশ্রাম দেওয়া হয়েছে জোফরা আর্চার ব্রাইডন কার্সকে।

ফলে ওকস ছিটকে যাওয়ায় চলতি টেস্টে পেস আক্রমণে ইংল্যান্ডের ভরসা এখন কেবল গাস অ্যাটকিনসন, জেইমি ওভারটন জশ টাং। - ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ডকে সিরিজে জিততে হলে এই টেস্টে হার এড়াতে হবে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add