সিরাজের তোপে ভারতের নাটকীয় জয়

সিরাজের তোপে ভারতের নাটকীয় জয়

ওভালে রোমাঞ্চকর সমাপ্তির মঞ্চ সাজানো ছিল আগের দিনই। পঞ্চম দিন সকালে এক হাতে ব্যাট ধরে ক্রিস ওকস যখন মাঠে নামলেন, তখন দেখা গেল নাটকীয়তার চূড়ান্ত রূপ। তবে শেষ জুটিতে ভারতীয় পেস সামলে গাস অ্যাটকিনসনের একার লড়াই জেতাতে পারল না ইংল্যান্ডকে। প্রসিদ্ধ কৃষ্ণকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সিরাজের আগুন ঝরানো বোলিংয়ে শেষ পর্যন্ত ৬ রানের দুর্দান্ত জয় তুলে নিল ভারত।

সোমবার ওভালে ম্যাচের পঞ্চম ও শেষ দিন জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান, হাতে ছিল ৪ উইকেট। দিনের নবম ওভারে ৩৬৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। আর এতেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ সমতায় শেষ করলো শুভমান গিলের দল।

আগুন ঝরানো বোলিংয়ে ৫ উইকেট নেন সিরাজ। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। কৃষ্ণর শিকার ৪ উইকেট।

দিনের শুরু থেকেই মেঘলা আকাশ আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কন্ডিশনের সর্বোচ্চ সুবিধাই পায় ভারত। বল এত সুইং করছিল যে নতুন বল নিতে হয়নি ভারত অধিনায়ককে। সিরাজের বলে জেইমি ওভারটনের এলবিডাব্লিউতে কুমারা ধর্মসেনার আম্পায়ার্স কলের সিদ্ধান্তও পক্ষে গেছে তাদের।

এর আগে ৬ উইকেট ৩৩৯ রান নিয়ে দিনের খেলা শুরু করার পর জেইমি স্মিথকে কট বিহাইন্ড করে দিনের প্রথম উইকেট তুলে নিয়েছিলেন সিরাজ। ওভারটনের আউটের পর কৃষ্ণের বলে জশ টাং শূন্য রানে বোল্ড হলে নামতে হয় কাঁধের চোটে প্রথম দিনই ম্যাচ থেকে ছিটকে যাওয়া ওকসকে। বাঁ হাত স্লিংয়ে বেধে সোয়েটারের ভেতর ঢুকিয়ে অ্যাটকিনসনকে সঙ্গ দিতেও কষ্ট হচ্ছিল তার।

দশম উইকেট জুটিতে ১৩ বল অ্যাটকিনসনকে সঙ্গ দেন ওকসতবে সঙ্গীকে পেসারদের মুখে ফেলেননি অ্যাটকিনসন। পুরো দুটো ওভার নিজেই সামলেছেন বোলিং তোপ। ৮৪তম ওভারে সিরাজকে ছক্কা মেরে লক্ষ্যের দিকে এগিয়েছিলেন আরেকটু। আরেকটা ছক্কা হলেই ম্যাচ অন্তত টাই হতো। প্রায় সব ফিল্ডার সীমানায় থাকায় করছিলেন সেই চেষ্টাই। শেষ পর্যন্ত আর একার লড়াইয়ে পরেননি। সিরাজই তার পরের ওভারের প্রথম বলে অফ স্টাম্প ভেঙে দিয়ে মেতে উঠেন বুনো উদযাপনে।

চতুর্থ দিনের চা বিরতি পর্যন্ত জয়ের দারুণ অবস্থানে থাকা ইংলিশরা ৩৫ রানে তাদের শেষ ৬ উইকেট হারায়। শেষ ছয় ব্যাটারের মধ্যে অ্যাটকিনসনের ১৭ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের দেখা পাননি।

সিরিজ নির্ধারণী এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে অ্যাটকিনসনের পেস তোপে প্রথম ইনিংসে ২২৪ রানে অলআউট হয় ভারত। জবাবে ৯২ রানের উদ্বোধনী জুটি পেলেও সিরাজ ও কৃষ্ণর আগুন ঝরানো বোলিংয়ে ২৪৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে যশস্বী জয়সোয়ালের সেঞ্চুরিতে ৩৯৬ রানের সংগ্রহ পায় সফরকারীরা। ৩৭৪ রানের লক্ষ্য তাড়ায় হ্যারি ব্রুক ও জো রুটের সেঞ্চুরিতে জয়ের জন্য ভালো অবস্থানে পৌঁছেও শেষ পর্যন্ত আর পারল না ইংল্যান্ড।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: