ওভাল টেস্ট জিতিয়ে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে সিরাজ
৬ আগস্ট ২০২৫

ওভালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ভারতকে জেতাতে বল হাতে বড় ভূমিকা রাখা মোহাম্মদ সিরাজ র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। দলকে রোমাঞ্চকর ম্যাচটি জিতিয়ে টেস্ট বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা স্থানে উঠে এসেছেন ডানহাতি এই পেসার।
বুধবার আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়েছেন সিরাজ। ৬৭৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ১৫ নম্বরে। এর আগে এই ফরম্যাটে তার ক্যারিয়ার সেরা অবস্থান ১৬তম।
গত সোমবার ওভালে শেষ হওয়া টেস্টে বল হাতে আলো ছড়ান সিরাজ। ম্যাচের শেষ দিন ইংল্যান্ডের ৪ উইকেটের মধ্যে ৩টি তুলে নিয়ে দলকে ৬ রানের রোমাঞ্চকর জয় এনে দেন তিনি। ইনিংসে শিকার করেন ৫ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হন ৩১ বছর বয়সী এই পেসার।
এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজটি ২-২ সমতায় শেষ করে ভারত।
ম্যাচে বল হাতে আলো ছড়ান সিরাজের সতীর্থ প্রসিদ্ধ কৃষ্ণও। দুই ইনিংসেই ডানহাতি এই পেসার শিকার করেন ৪টি করে উইকেট। আর এতেই ২৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৫৯তম স্থানে উঠে এসেছেন তিনি।
ওভাল টেস্ট দিয়ে সিরিজে প্রথমবারের মতো মাঠে নামেন গাস অ্যাটকিনসন। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো বোলারদের তালিকায় সেরা দশে জায়গায় করে নিয়েছেন ইংলিশ এই পেসার। দুই ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের সঙ্গে যৌথভাবে ১০ নম্বরে আছেন তিনি। ম্যাচে ৮ উইকেট নেওয়া জশ টাং ১৪ ধাপ এগিয়ে আছেন ৪৬ নম্বরে।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬টি সহ ম্যাচে মোট ৯ উইকেট নেওয়া ম্যাট হেনরি ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন। তিন ধাপ এগিয়ে নিউ জিল্যান্ডের এই পেসার আছেন তালিকার চতুর্থ স্থানে।
বোলারদের তালিকায় শীর্ষ তিনটি স্থানে কোনো পরিবর্তন হয়নি। ৮৮৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ভারতের যশপ্রীত বুমরাহ। পরের দুটি স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করেছেন জো রুট। ডানহাতি এই ব্যাটারের রেটিং পয়েন্ট ৯০৮। আগ্রাসী ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরি হাঁকিয়ে এক ধাপ এগিয়ে ৮৬৮ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছেন তার সতীর্থ হ্যারি ব্রুক। তিনে নেমে গেছেন নিউ জিল্যান্ডের কেইন উইলিয়ামসন।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে ৩ ধাপ এগিয়েছেন যশস্বী জয়সোয়াল। ভারতের এই ওপেনার আছেন পাঁচ নম্বরে। চার ধাপ এগিয়ে নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেলের অবস্থান তালিকা নবম স্থানে।
টেস্ট অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা। ভারতের বাঁহাতি এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৪০৫। ৩০৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন মেহেদী হাসান মিরাজ।
মন্তব্য করুন: