শিখতে নয়, অস্ট্রেলিয়ায় শিরোপা জিততে চান সোহানরা

শিখতে নয়, অস্ট্রেলিয়ায় শিরোপা জিততে চান সোহানরা

বেশ শক্তিশালী দল নিয়েই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশদল। তবে টুর্নামেন্টে শেখার জন্য নয়, বরং দলের লক্ষ্য শিরোপা জয় বলে জানিয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান।

গত বছর এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিল বিসিবির হাই পারফরম্যান্স দল। সেবার আকবর আলীর নেতৃত্বে দলটি ফাইনালে খেলেছিল। শিরোপা লড়াইয়ের মঞ্চে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরেছিল তারা।

এবারের টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশছাড়াও পাকিস্তান শাহিনস (‘দল), নেপাল জাতীয় দলসহ মোট ১১টি দল অংশ নেবে। ডারউইনে অনুষ্ঠিত এই আসরে অংশ নিতে বৃহস্পতিবার শুক্রবার দুই ধাপে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

দেশ ছাড়ার আগে বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে অধিনায়ক সোহান বলেন,একটা ভালো টুর্নামেন্টে আমরা যাচ্ছি। খুব ভালো ভালো দলই আছে এখানে। আমাদের জন্য ভালো সুযোগ। অবশ্যই চাইব যেন ফাইনাল খেলতে পারি।

শেখার প্রক্রিয়ায় বিশ্বাস করি না, কারণ আমরা শিখতেই আছি। অবশ্যই শিখব, সেটা জীবনেরই অংশ। কিন্তু যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, অবশ্যই লক্ষ্য ফাইনাল খেলার। দলের প্রতিটি ক্রিকেটার টিম ম্যানেজমেন্টে যারা আছেন, সবারই লক্ষ্য ট্রফির দিকে।

অস্ট্রেলিয়াতে খেলার সুযোগ কালেভদ্রে পেয়ে থাকেন বাংলাদেশের ক্রিকেটাররা। কন্ডিশনও তাদের চেনা নয়। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দেশটিতে টাইগাররা সফর করেছিল ২০০৮ সালে। মাঝে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল জাতীয় দল।

তবে টানা দুই বছর অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ পেয়ে সেখানকার কন্ডিশনে ভালো ক্রিকেট উপহার দেওয়ার আশা সোহানের।

অনেকগুলো ভালো দল আছে এই টুর্নামেন্টে। পাকিস্তানদল আছে, নেপাল জাতীয় দলওখানকার যে দলগুলো আছে, ওখানে যাওয়ার পর বোঝার সুযোগ পাব ভালোভাবে। সবই ভালো দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে। এই কন্ডিশনে ভালো করার ভালো সুযোগ আমাদের সামনে।

মন্তব্য করুন: