বাবর-রিজওয়ানকে ছাড়াই এশিয়া কাপে পাকিস্তান
১৭ আগস্ট ২০২৫

দীর্ঘদিন ধরে টি-টুয়েন্টি দলের বাইরে থাকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। এক সময় টি-টুয়েন্টিতে দলের অন্যতম এই দুই ব্যাটিং স্তম্ভ আট মাসের বেশি সময় ধরে এই ফরম্যাটের বাইরে আছেন।
রোববার এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দল নিয়েই এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলবে তারা।
চোট কাটিয়ে দলে ফিরেছেন ফখর জামান। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজে বল হাতে আলো ছড়ানো বাঁহাতি পেসার সালমান মির্জাও জায়গা পেয়েছেন দলে।
টি-টুয়েন্টিতে পাকিস্তানের জার্সিতে গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ মাঠে নামেন বাবর। সেটি ছিল এই ফরম্যাটে দেশের হয়ে রিজওয়ানেরও সবশেষ ম্যাচ। এরপর পাকিস্তান আরও চারটি টি-টুয়েন্টি সিরিজ খেললেও কোনোটিতেই সুযোগ পাননি অভিজ্ঞ দুই ব্যাটার।
দেশের হয়ে এখন পর্যন্ত ১২৮ টি-টুয়েন্টিতে তিন সেঞ্চুরি ও ১২৯ দশমিক ২২ স্ট্রাইক রেটে ৪ হাজার ২২৩ রান করেছেন বাবর। দেশটির সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। অন্যদিকে ১০৬ ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও ১২৫ দশমিক ৩৭ স্ট্রাইক রেটে ৩ হাজার ৪১৪ রান নিয়ে তালিকায় দুইয়ে আছেন রিজওয়ান। দুজনই ছিলেন এই ফরম্যাটে পাকিস্তানের অধিনায়ক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ চলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন ফখর। সেই চোটে সফরের বাকি অংশ থেকে ছিটকে যাওয়া বাঁহাতি এই ব্যাটারকে এশিয়া কাপে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে তা কাটিয়ে উঠেছেন তিনি।
আগামী ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে পাকিস্তান। ‘এ’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ভারত (১৪ সেপ্টেম্বর) ও স্বাগতিক আরব আমিরাত (১৭ সেপ্টেম্বর)।
এর আগে ২৯ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে মাঠে নামবে পাকিস্তান। এই সিরিজ শেষ হবে ৭ সেপ্টেম্বর।
এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান দল:
সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
মন্তব্য করুন: