টি-টুয়েন্টি দলে ফিরতে বাবরকে স্ট্রাইক রেট বাড়ানোর পরামর্শ
১৮ আগস্ট ২০২৫

আইসিসি টি-টুয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন কয়েক বছর। এই ফরম্যাটে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। কিন্তু আট মাসের বেশি সময় ধরে টি-টুয়েন্টি দলের বাইরে আছেন বাবর আজম। জায়গা হয়নি দেশটির আসন্ন এশিয়া কাপের দলেও। টি-টুয়েন্টি দলে ফিরতে ডানহাতি এই ব্যাটারকে স্ট্রাইক রেট বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোচ মাইক হেসন।
২০১৬ সালের সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে টি-টুয়েন্টি অভিষেক হওয়ার পর ১২৮টি ম্যাচ খেলেছেন বাবর। এ সময় প্রায় ৪০ গড় ও ১২৯ দশমিক ২২ স্ট্রাইক রেটে তিনি রান করেছেন ৪ হাজার ২২৩। সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনটি। এই ফরম্যাটে পাকিস্তানের হয়ে সাড়ে ৩ হাজার রানও নেই আর কারোর।
টি-টুয়েন্টিতে পাকিস্তানের হয়ে নিয়মিত খেলার সময় বেশিরভাগ সময় র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচেই ছিলেন বাবর। ২০১৮ সালের নভেম্বর থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত টানা দুই বছর ছিলেন তালিকার শীর্ষে। এরপর আরও বিভিন্ন সময় ব্যাটারদের তালিকার চূড়ায় উঠেছিলেন তিনি।
কিন্তু গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতে জাতীয় জার্সিতে সবশেষ টি-টুয়েন্টি খেলার পর থেকে এই ফরম্যাটের বাইরে আছেন বাবর। চলতি বছর এখন পর্যন্ত পাকিস্তান চারটি টি-টুয়েন্টি সিরিজ খেললেও দলে জায়গা পাননি সাবেক এই অধিনায়ক। সবশেষ এশিয়া কাপ ও তার আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের জন্য ঘোষণা করা ১৭ সদস্যের দলেও জায়গা হয়নি ৩০ বছর বয়সী এই ব্যাটারের।
বাবরের টি-টুয়েন্টি দলে ফেরার বিষয়ে পাকিস্তানের সাদা বলের কোচ হেসন বলেন, “এতে কোনো সন্দেহ নেই যে বাবরকে স্পিন মোকাবিলা এবং স্ট্রাইক রেট উন্নত করার জন্য বলা হয়েছে। সে এই বিষয়ে কঠোর পরিশ্রম করছে।”
“তবে বর্তমানে আমাদের যারা খেলছে তারা অসাধারণ পারফর্ম করছে। সাহিবজাদা ফারহান ছয়টি ম্যাচ খেলেছে এবং তিনটি ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছে।”
জাতীয় দলে জায়গা হারালেও এবারই প্রথম অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেয়েছেন বাবর। নিজের ব্যাটিংয়ের উন্নতি করতে ডানহাতি এই ব্যাটারকে এই সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন হেসন।
“বাবর আজমের মতো একজন খেলোয়াড়ের সুযোগ আছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার এবং টি-টুয়েন্টিতে যে সে উন্নতি করছে তা দেখানোর। সে এত ভালো একজন খেলোয়াড় যে তাকে বিবেচনা না করে পারা যায় না।”
মন্তব্য করুন: