গিল-বুমরাহকে নিয়ে এশিয়া কাপে ভারত

১৯ আগস্ট ২০২৫

গিল-বুমরাহকে নিয়ে এশিয়া কাপে ভারত

এক বছরের বেশি সময় পর ভারতের টি-টুয়েন্টি দলে ফিরেছেন শুভমান গিল যশপ্রীত বুমরাহ। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

টি-টুয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরের জন্য মঙ্গলবার সূর্যকুমার যাদবকে অধিনায়ক করে ঘোষণা করা দলে জায়গা হয়নি আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা শ্রেয়াস আইয়ারের। পাঞ্চাব কিংসের হয়ে সবশেষ আসরে ১৭৫ স্ট্রাইক রেটে ৬০৪ রান করেছিলেন তিনি। তার নেতৃত্বে ১০ মৌসুম পর টুর্নামেন্টের ফাইনালের খেলেছিল পাঞ্চাবের ফ্র্যাঞ্চাইজিটি।

জাতীয় দলের জার্সিতে গত বছর জুলাইয়ে সবশেষ টি-টুয়েন্টি খেলা গিল দলে ফিরেছেন সহ-অধিনায়ক হিসেবে। শ্রীলঙ্কার মাটিতে সেই সিরিজেও দলের সহ-অধিনায়ক ছিলেন তিনি। এর আগে জিম্বাবুয়ের মাটিতে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে দলের নেতৃত্বে ছিলেন এই টপ-অর্ডার ব্যাটার।

শ্রীলঙ্কা সিরিজের পর টি-টুয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এই ফরম্যাটে তিনটি সিরিজ খেললেও সেখানে ছিলেন না গিল। ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ভারতের নেতৃত্ব পান ২৫ বছর বয়সী এই ব্যাটার।

এখন পর্যন্ত দেশের হয়ে ২১ টি-টুয়েন্টিতে এক সেঞ্চুরি তিন ফিফটিতে ৫৭৮ রান করেছেন গিল, গড় ৩০ দশমিক ৪২ স্ট্রাইক রেট ১৩৯ দশমিক ২৭। আইপিএলের সবশেষ আসরে ১৫ ইনিংসে প্রায় ১৫৬ স্ট্রাইক রেটে ৬৫০ রান করেছিলেন গুজরাট টাইটান্স অধিনায়ক।

অন্যদিকে ভারতের হয়ে বুমরাহ সবশেষ টি-টুয়েন্টিতে মাঠে নামেন ২০২৪ বিশ্বকাপের ফাইনালে। সেখানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা জেতে ভারত।

পাঁচ জন রিজার্ভ খেলোয়াড় নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাবে দেশটি। তারা হলেনযশস্বী জয়সোয়াল, প্রসিধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ ধ্রুব জুরেল।

আগামী ১০ সেপ্টেম্বর স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করবে ভারত।গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ পাকিস্তান (১৪ সেপ্টেম্বর) ওমান (১৯ সেপ্টেম্বরে)

এশিয়া কাপের ভারত দল:

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, আর্শদিপ সিং, অভিষেক শর্মা, তিলক ভার্মা, শুভম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, যশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হার্শিত রানা, রিঙ্কু সিং, সাঞ্জু স্যামসন।

রিজার্ভ:

প্রসিধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, যশস্বী জয়সোয়াল।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add