অস্ট্রেলিয়ায় সেমির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

১৯ আগস্ট ২০২৫

অস্ট্রেলিয়ায় সেমির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজে টিকে থাকতে হলে নর্দান টেরিটরি স্ট্রাইককে হারাতেই হতো বাংলাদেশ দলের। আফিফ হোসেন ইয়াসির আলীর শেষের ঝড়ে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছিল তারা। এরপর বোলারদের নৈপুণ্যে ২২ রানের জয় পেয়েছে নুরুল হাসান সোহানের দল।

মঙ্গলবার ডারউইনে নিজেদের চতুর্থ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে উইকেটে ১৭২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে উইকেটে ১৫০ রানে থামে নর্দান টেরিটরির ইনিংস।

এই জয়ে সেমি-ফাইনালের আশা এখনও টিকে আছে সোহান-আফিফদের। চার ম্যাচে দুই জয়ে পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে আছে তারা।

আগের দুই ম্যাচে ব্যর্থ নাঈম শেখ জিশান আলমের উদ্বোধনী জুটি এদিন দলকে উড়ন্ত সূচনা এনে দেন। বেশি আগ্রাসী ছিলেন সেই দুই ম্যাচে ব্যর্থ নাঈম। বাঁহাতি এই ব্যাটারের তাণ্ডবে তৃতীয় ওভার শেষেই দলের খাতায় যোগ হয় পঞ্চাশ রান। অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। পরের ওভারের তৃতীয় বলে ১১ বলে ২৫ রান করা এই ওপেনার ফিরলে ভাঙে ৫৫ রানের জুটি। এরপর কমে আসে রানের গতিও। পাওয়ারপ্লে শেষে দলের সংগ্রহ ছিল উইকেটে ৬৩ রান।

১০ বলে রান করে ফেরেন প্রথম ম্যাচে ফিফটি হাঁকানো সাইফ হাসান। ৩০ রান করে আউট হন জিশান। অপর প্রান্তে রান তুলতে বেশ হিমশিম খান আফিফ। তবে অধিনায়ক সোহানের ২৩ বলে ৩৫ রানের ইনিংসে দলের খাতায় কিছুটা দ্রুত রান যোগ হয়।

শেষ পাঁচ ওভারে কোনো উইকেট না হারিয়ে দলের খাতায় ৫১ রান যোগ করেন ইয়াসির-আফিফ জুটি। আফিফ ৪০ বলে ৪১ ইয়াসির ১৩ বলে ২২ রানে অপরাজিত থাকেন।

লক্ষ্য তাড়ায় প্রথম তিন ওভারে তিন ব্যাটারকে হারিয়ে দারুণ চাপে পড়ে নর্দান টেরিটরি। তবে চতুর্থ উইকেটে কনর ক্যারোল জর্ডান সিল্কের ৮২ রানের জুটিতে ম্যাচে ফেরার আভাস দেয় তারা। কিন্তু ক্যারোলকে (৪৩) ফিরিয়ে রকিবুল এই জুটি ভাঙতেই রানের লাগাম টেনে ধরে বাংলাদেশ। পেসার-স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ নিজেদের করে নেয় তারা।

হাসান মাহমুদ, রকিবুল তোফায়েল আহমেদের শিকার দুটি করে উইকেট।

বৃহস্পতিবার মেলবোর্ন স্টার্স একাডেমির বিপক্ষে পরের ম্যাচ সোহানের দলের।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add