কেন্দ্রীয় চুক্তির শীর্ষ ক্যাটাগরি থেকে বাদ পড়লেন বাবর-রিজওয়ান
১৯ আগস্ট ২০২৫

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তির ‘এ’ ক্যাটাগরি থেকে বাদ পড়েছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। গত এক বছরে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় নতুন চুক্তিতে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছেন এই দুই ক্রিকেটার।
মঙ্গলবার ২০২৫-২৬ মৌসুমের জন্য প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে থাকা ৩০ ক্রিকেটারের কেউই ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পাননি। গত চুক্তিতে পিসিবির শীর্ষ এই ক্যাটাগরিতে কেবল জায়গা পেয়েছিলেন বাবর ও রিজওয়ান।
এক প্রতিবেদনে ক্রিকইনফো জানায়, দলের চাহিদা পূর্ণ করতে ব্যর্থ হওয়ায় কোনো ক্রিকেটারকে এবার ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়নি। তবে ক্রিকেটাররা তাদের পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের প্রমাণ করতে পারলে এই ক্যাটাগরিতে যাওয়ার সুযোগ পাবেন।
কেন্দ্রীয় চুক্তিতে উন্নতি হয়েছে টি-টুয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা, ওপেনার সাইম আইয়ুব, পেসার হারিস রউফ, অলরাউন্ডার শাদাব খান ও লেগ স্পিনার আবরার আহমেদের। তারা ‘সি’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উঠে এসেছেন।
চুক্তিতে ফেরানো হয়েছে ফখর জামানকে। বাঁহাতি এই টপ-অর্ডার ব্যাটারের জায়গা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে। এছাড়াও চুক্তিতে ফেরানো হয়েছে পেসার হাসান আলী ও অলরাউন্ডার ফাহিম আশরাফকে।
প্রথমবারের মতো চুক্তিতে জায়গা পেয়েছেন আহমেদ দানিয়াল, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা ও সুফিয়ান মুকিম।
আগের চুক্তি থেকে বাদ পড়েছেন আমের জামাল, হাসিবুল্লাহ, কামরান গুলাম, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, ইরফান খান ও উসমান খান।
মন্তব্য করুন: