এশিয়া কাপের দলে ফিরলেন সোহান, বাদ মিরাজ

২২ আগস্ট ২০২৫

এশিয়া কাপের দলে ফিরলেন সোহান, বাদ মিরাজ

প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরছেন নুরুল হাসান সোহান। এই উইকেটকিপার-ব্যাটারকে নিয়ে আগামী মাসে শুরু হতে যাওয়া এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

টি-টুয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরের জন্য শুক্রবার ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়। একই দল নিয়ে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের দল।

স্কোয়াড থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ। তবে এশিয়া কাপের স্ট্যান্ডবাইয়ের তালিকায় রাখা হয়েছে এই অলরাউন্ডারকে। এই তালিকায় তিনি ছাড়াও আছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম হাসান মাহমুদ।

পাকিস্তানের বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টি সিরিজের দল থেকে মিরাজ ছাড়াও বাদ পড়েছেন ব্যাটার নাঈম শেখ।

সোহান ছাড়াও দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন সাইফ হাসান। ডানহাতি এই ব্যাটার জাতীয় দলের জার্সিতে সবশেষ খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে, এশিয়ান গেমসে। আর মূল দলের হয়ে খেলেছিলেন আরও আগে, ২০২১ সালে।

ঘরোয়া ক্রিকেটে টানা পারফর্ম করে ২০২৩ সালের ডিসেম্বরের পর জাতীয় দলে ফিরলেন সোহান। তবে দেশের হয়ে টি-টুয়েন্টিতে তিনি সবশেষ মাঠে নামেন ২০২২ সালের নভেম্বরে, টি-টুয়েন্টি বিশ্বকাপে।

এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ৪৬টি টি-টুয়েন্টি খেলেছেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। ৪১ ইনিংসে ১১৮ দশমিক ৩৫ গড়ে করেছেন ৪৪৫ রান। দেশকে নেতৃত্ব দিয়েছেন ম্যাচে। বর্তমানে তার অধীনে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজে খেলছে বাংলাদেশদল।

আগামী ৩০ আগস্ট সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষ টিটুয়েন্টিটি শুরু হবে। পরের দুই ম্যাচ আগস্ট।

সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপের এবারের আসর। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে বাংলাদেশ।বিগ্রুপে লিটনের দলের বাকি দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা (১৩ সেপ্টেম্বর) আফগানিস্তান (১৬ সেপ্টেম্বর)

নেদারল্যান্ডস সিরিজ এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল:

লিটন কুমার (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

স্ট্যান্ডবাই (এশিয়া কাপের জন্য):

সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: