বিধ্বংসী শতকে র‌্যাঙ্কিংয়ে ৪০ ধাপ এগুলেন গ্রিন

২৭ আগস্ট ২০২৫

বিধ্বংসী শতকে র‌্যাঙ্কিংয়ে ৪০ ধাপ এগুলেন গ্রিন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় শেষ ওয়ানডেতে বিধ্বংসী শতক হাঁকিয়ে ব্যাটারদের ্যাঙ্কিংয়ে সেরা একশর মধ্যে প্রবেশ করেছেন ক্যামেরন গ্রিন। ডানহাতি এই ব্যাটার ছাড়াও ্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ম্যাচে সেঞ্চুরি হাঁকানো তার দুই সতীর্থ ট্র্যাভিস হেড মিচেল মার্শ।

বুধবার আইসিসির প্রকাশিত ্যাঙ্কিংয়ে ওয়ানডে ব্যাটারদের তালিকায় ৪০ ধাপ এগিয়ে ৭৮ নম্বরে উঠে এসেছেন গ্রিন। এই ফরম্যাটে এটি তার ক্যারিয়ার সেরা ্যাঙ্কিং। তার আগের সেরা ছিল ৮৭ নম্বর।

অন্যদিকে এক ধাপ এগিয়ে শ্রীলঙ্কার কুশল মেন্ডিসের সঙ্গে যৌথভাবে ১১ নম্বরে আছেন হেড। চার ধাপ এগিয়ে ৪৪ নম্বরে আছেন মার্শ।

দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে গত রোববার ৪৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন গ্রিন, যা অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম। ক্যারিয়ার সেরা ইনিংসে তিনি অপরাজিত থাকেন ১১৮ রানে। ৫৫ বলের ইনিংসটি সাজান ছক্কা চারে।

সেদিন গ্রিনের ঝড় তোলার মঞ্চটা তৈরি করে দেন হেড মার্শ। আগ্রাসী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে এই দুই ব্যাটার যোগ করেন ২৫০ রান। ১০৩ বলে ১৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে ১৭টি চার ৫টি ছক্কা মারেন হেড। অন্যদিকে চার ছক্কায় ১০৬ বলে ১০৩ রান করেন অধিনায়ক মার্শ।

এই তিন ব্যাটারের নৈপুণ্যে উইকেটে ৪৩১ রানের বিশাল সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। পরে দক্ষিণ আফ্রিকাকে ১৫৫ রানে গুটিয়ে ২৭৬ রানের জয়ে হোয়াইটওয়াশ এড়ায় স্বাগতিকরা।

ওয়ানডের ব্যাটারদের তালিকায় সেরা দশে আসেনি কোনো পরিবর্তন। শীর্ষে আছেন ভারতের শুভমান গিল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৫৭ রানে উইকেট নেওয়া কেশব মহারাজের রেটিং পয়েন্ট কমেছে। ফলে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি এই স্পিনারের সঙ্গে বোলাদের তালিকার শীর্ষস্থানে ভাগ বসিয়েছেন শ্রীলঙ্কার মহীশ থিকশানা। দুইজনেরই রেটিং পয়েন্ট এখন ৬৭১।

দ্বিতীয় ম্যাচে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে সিরিজ জেতানো লুঙ্গি এনগিডির উন্নতি হয়েছে। ছয় ধাপ এগিয়ে ডানহাতি এই পেসার আছেন ২৮ নম্বরে।

অন্যদিকে শীর্ষ দশের বাইরে চলে গেছেন অ্যাডাম জ্যাম্পা। এক ধাপ নেমে অস্ট্রেলিয়ার এই লেগ স্পিনার আছেন ১১ নম্বরে।

ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতো শীর্ষে আছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমারজাই।

মন্তব্য করুন: