জয়-পরাজয় ছাপিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো খেলার লক্ষ্য বাংলাদেশের

২৮ আগস্ট ২০২৫

জয়-পরাজয় ছাপিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো খেলার লক্ষ্য বাংলাদেশের

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। ্যাঙ্কিং শক্তিমত্তায় পিছিয়ে থাকা দলটির বিপক্ষে জয় পেলে আত্মবিশ্বাস নিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে যাবে তারা। তবে হেরে গেলে তার বিপরীতও হতে পারে। কিন্তু এসব নিয়ে না ভেবে ভালো ক্রিকেট খেলার প্রতি মনোযোগ দিতে চাইছেন অধিনায়ক লিটন দাস।

শনিবার সিলেটে মাঠে গড়াবে তিন ম্যাচের সিরিজটি। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের অনুশীলনের কথা থাকলেও বৃষ্টির কারণে সেটি বাতিল করা হয়েছে। তার আগে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন লিটন।

সিরিজ শেষে এশিয়া কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ। সেখানেবিগ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান হংকং।

টি-টুয়েন্টিতে সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে আছে র‌্যাঙ্কিংয়ের দশম স্থানে থাকা বাংলাদেশ। নিজেদের খেলা সবশেষ তিনটি সিরিজেই জিতেছে তারা। ঘরের মাঠে গত মাসে সিরিজ জিতেছে পাকিস্তানের বিপক্ষে। স্বাভাবিকভাবেই ্যাঙ্কিংয়ের ১৩ নম্বরে থাকা নেদারল্যান্ডসের বিপক্ষেও জয় চায় স্বাগতিকরা।

সংবাদ সম্মেলনে লিটন বলেন, “আমরা খেলব জেতার জন্যই। যেহেতু আমাদের হাতে খুব বেশি সময়ও নেই, এই সিরিজের পরই বড় আসর, এশিয়া কাপ, আমার মনে হয় এশিয়া কাপের আগে এটি একটি খুব ভালো সিরিজ হবে বাংলাদেশ দলের জন্য। ওখানে (আবু ধাবি) একইরকম কন্ডিশন থাকার সম্ভাবনা বেশি। আশা করি, এই সিরিজ থেকে ভালো কিছু নিতে পারব এশিয়া কাপের জন্য।

যে কোনো আন্তর্জাতিক ম্যাচই চ্যালেঞ্জিং। নেদারল্যান্ডস ভালো টিম। হয়তো তারা এই কন্ডিশনে খুব একটা খেলে না। তবে যদি ভালো উইকেটে খেলা হয়, তারা ভালো উইকেটে ভালো ক্রিকেট খেলে অভ্যস্ত। যদি এশিয়া কাপের আগে আমাদের হাতে ওই সুযোগ থাকে, অবশ্যই কিছু ক্রিকেটারকে দেখে নিতে চাইব। পাশাপাশি এটা আন্তর্জাতিক ক্রিকেট, জেতার জন্যই যেতে হবে।

তবে জয় প্রত্যাশিত জয় না পেলে হিতে বিপরীত হতে পারে বাংলাদেশের জন্য। কমিয়ে দিতে পারে দলের আত্মবিশ্বাসও। তবে এসবকে পাত্তা না দিয়ে ভালো খেলায় লক্ষ্য লিটনের।

বাংলাদেশ এর আগেও অনেক দলের কাছে হেরেছে, নতুন কোনো কিছু না। যদি হেরেও যাই, হেরে যেতেই পারি। দুইটা দলই খেলতে এসেছে, একটা দল জিতবে, একটা দল হারবে। তবে আমরা কতটা ক্রিকেট ভালো খেলতে পারছি, এটা হচ্ছে মূল ব্যাপার।

মন্তব্য করুন: