তাসকিনের নৈপুণ্যে নেদারল্যান্ডসকে ১৩৬ রানে আটকাল বাংলাদেশ

৩০ আগস্ট ২০২৫

তাসকিনের নৈপুণ্যে নেদারল্যান্ডসকে ১৩৬ রানে আটকাল বাংলাদেশ

ব্যাট হাতে শুরুটা ভালো করেছিল নেদারল্যান্ডস। তবে তাসকিন আহমেদ বোলিংয়ে আসতেই বদলে গেল সেই চিত্র। এরপর এক ওভারে জোড়া আঘাতে সফরকারীদের চাপ বাড়িয়ে দেন সাইফ হাসান। বাকিটা সময় নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ডাচদের সংগ্রহ বড় হতে দেননি তাসকিন-মুস্তাফিজরা। জয় দিয়ে সিরিজ শুরু করতে ১৩৭ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।

শনিবার সিলেটে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৮ উইকেটে ১৩৬ রানে থামে নেদারল্যান্ডসের ইনিংস। ২৮ রানে ৪ উইকেট নেন তাসকিন।

টস হেরে ব্যাটিংয়ে নামা নেদারল্যান্ডসের ২৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তাসকিন। বোলিংয়ে এসে প্রথম বলেই তুলে নেন ম্যাক্স ও’ডাডের (২৩) উইকেট। পাওয়ারপ্লেতে আর কোনো উইকেট না হারিয়ে ডাচরা তোলে ৩৪ রান।

অষ্টম ওভারে দ্বিতীয়বার বোলিংয়ে এসে আরেক ওপেনার বিক্রমজিৎ সিংকেও (৪) ফেরান তাসকিন। দশম ওভারে জোড়া আঘাতে অধিনায়ক স্কট এডওয়ার্ডস (১২) ও তেজা নিদামানুরুকে (২৬) তুলে নেন প্রায় দুই বছর পর জাতীয় দলে ফেরা সাইফ।

দুই সেট ব্যাটার সাজঘরে ফেরার পর আর হাত খুলে খেলতে পারেনি ডাচরা। শরিফুল ইসলামের করা শেষ ওভারে ১২ রান নিয়ে লড়াই করার মতো সংগ্রহ পায় তারা। ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন মুস্তাফিজুর রহমান।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: