নিসাঙ্কার সেঞ্চুরিতে ৬ পর ঘরের বাইরে সিরিজ জিতল শ্রীলঙ্কা
১ সেপ্টেম্বর ২০২৫

বেন কারেন ও সিকান্দার রাজার ফিফটিতে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছিল জিম্বাবুয়ে। রান তাড়ায় দারুণ সেঞ্চুরিতে দলের জয় ভিত গড়ে দেন পাতুম নিসাঙ্কা। এরপর অধিনায়ক চারিত আসালাঙ্কার ফিফটিতে ৫ উইকেটের জয়ে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে ছয় বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা।
রোববার হারারেতে দুই ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৭৭ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। জবাবে ৩ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় শ্রীলঙ্কা।
ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিতে ১২২ রান করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন নিসাঙ্কা। ডানহাতি এই ওপেনার তার ১৩৬ বলের ইনিংসটি সাজান ১৬ চারে। দুই ম্যাচ মিলিয়ে ১৯৬ রান করে সিরিজ সেরার পুরস্কারটাও জিতেছেন তিনি।
এর আগে দেশের বাইরে ২০১৯ সালের মে মাসে সবশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল লঙ্কানরা, স্কটল্যান্ড। এর মাঝে ৯টি সিরিজ হেরেছিল তারা।
ব্যাটিংয়ে নেমে এদিন শুরুটা ভালো হয় জিম্বাবুয়ের। ব্রায়ান বেনেট ও কারেনের উদ্বোধনী জুটি থেকে আসে ৫৫ রান। দশম ওভারে বেনেটকে (২১) ফিরিয়ে এই জুটি ভাঙেন দুশমন্তা চামিরা। আগের ম্যাচে ব্যর্থ হওয়া ব্রেন্ডন টেইলর এদিন ফেরেন ২০ রান করে।
টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি তুলে নেওয়া কারেন ফেরেন ৭৯ রানে। আভিষ্কা ফার্নান্দোর একই ওভারে সাজঘরের পথ দেখেন অধিনায়ক শন উইলিয়ামস (২০)। বেশিক্ষণ টিকতে পারেননি টনি মুনইয়োঙ্গা (১০)। ষষ্ঠ উইকেটে ক্লাইভ মাদান্দের সঙ্গে ৭৬ রানের জুটি গড়ে দলকে আড়াইশ পার করান রাজা। শেষ পর্যন্ত অভিজ্ঞ এই ব্যাটারের অপরাজিত ৫৯ রানে লড়াকু সংগ্রহ পায় জিম্বাবুয়ে।
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয় শ্রীলঙ্কারও। উদ্বোধনী জুটি থেকে আসে ৪৮ রান। দ্রুত সাজঘরে ফেরেন কুশল মেন্ডিসও (৫)। তৃতীয় উইকেটে সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে ৭৮ রানের জুটিতে ধাক্কা সামাল দেন নিসাঙ্কা। এরপর আসালাঙ্কার সঙ্গে জুটিতে দলকে জয়ের ভিত গড়ে দেন তিনি। ডানহাতি এই ওপেনার তার সেঞ্চুরি পূর্ণ করেন ১১১ বলে। তার বিদায়ে ভাঙে ৯০ রানের জুটি। জয় থেকে ৬ রান দূরে থাকতে সাজঘরের পথ দেখেন ৭১ রান করা আসালাঙ্কা।
আগামী বুধবার একই মাঠে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে।
মন্তব্য করুন: