সিরিজ জয়ের অভিযানে বাংলাদেশ একাদশে ২ পরিবর্তন

১ সেপ্টেম্বর ২০২৫

সিরিজ জয়ের অভিযানে বাংলাদেশ একাদশে ২ পরিবর্তন

নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতেও টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা।

সোমবার সিলেটে সিরিজের দ্বিতীয় ম্যাচে তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদকে একাদশে ফিরিয়েছে স্বাগতিকরা। বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

গত শনিবার সিরিজের প্রথম ম্যাচে ৪ ওভারে কোনো উইকেট না পাওয়া শরিফুল ৩০ রান দেন। ২ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন রিশাদ। ম্যাচে তাসকিন আহমেদের বোলিং নৈপুণ্যের পর লিটনের অপরাজিত ফিফটিতে ৮ উইকেটের বড় জয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ।

২য় টি-টুয়েন্টিতে বাংলাদেশ একাদশ:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ও মুস্তাফিজুর রহমান

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add