নেদারল্যান্ডসকে ১০৩ রানে আটকে দিল বাংলাদেশ
১ সেপ্টেম্বর ২০২৫

সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচেও টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লিটন দাস। অধিনায়কের সিদ্ধান্তের প্রতিদান দিয়েছেন বোলাররা। তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে অল্পতেই গুটিয়ে গেছে নেদারল্যান্ডস। সিরিজ নিজেদের করে নিতে ১০৪ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।
সোমবার সিলেটে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ১৭ ওভার ৩ বলে ১০৩ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস।
৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নিয়েছেন নাসুম। তাসকিন ও মুস্তাফিজ ২টি করে শিকার ধরেছেন।
ডাচদের একশর আগেই আটকানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু মুস্তাফিজের করা ১৭তম ওভারে তাওহিদ হৃদয় লং অফে বাউন্ডারি লাইন থেকে বেশ ভেতরে দাঁড়ানোয় আরিয়ান দত্তের ক্যাচটি নিতে পারেননি। পরের ওভারের প্রথম বলে দুই রান নিয়ে তিন অঙ্ক স্পর্শ করে তারা। এক বল পরে দলীয় সর্বোচ্চ ৩০ রান করা আরিয়ানকে বোল্ড করে ইনিংস গুটিয়ে দেন শেখ মাহেদি হাসান।
এর আগে তৃতীয় ওভারে জোড়া আঘাতে সফরকারীদের ব্যাটিং ধসের শুরুটা করেন নাসুম। পাওয়ারপ্লের শেষ ওভারে বিক্রমজিৎ সিংকে (২৪) ফেরান তাসকিন। পরের বলে আরেকটি উইকেট পেতে পারতেন ডানহাতি এই পেসার। কিন্তু পা পিছলে যাওয়া থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ তালু বন্দি করতে ব্যর্থ হন তানজিম হাসান সাকিব।
তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ডাচরা। রান তুলতে হিমশিম খাওয়ার পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ৮১ রানে সাজঘরে ফেরে তাদের নয় ব্যাটার। দশম উইকেটে আরিয়ান ও দানিয়েল দোরামের ২২ রানের জুটিতে শতরান পার করে সফরকারীরা।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে]
মন্তব্য করুন: