নেদারল্যান্ডসকে আবার গুঁড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

১ সেপ্টেম্বর ২০২৫

নেদারল্যান্ডসকে আবার গুঁড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

প্রথম ম্যাচের মতো এবারও জয়ের ভিত গড়ে দিয়েছিলেন বোলাররা। এরপর বাকি কাজটুকু সারলেন ব্যাটাররা। ৮ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

সোমবার সিলেটে দ্বিতীয় টি-টুয়েন্টিতে নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের নৈপুণ্যে ১০৩ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। জবাবে ৪১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।

এটি বাংলাদেশের টানা তৃতীয় টি-টুয়েন্টি সিরিজ জয়। এর আগে শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এবং ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল লিটন দাসের দল।

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ খেললেও টানা দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন। ফলে বোলাররা দুই ম্যাচেই নিজেদের ঝালাই করে নেওয়ার সুযোগ পেলেও ব্যাটার তা করতে পারেননি। ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও আগ্রাসী মেজাজে ব্যাট চালানোর চেয়ে উইকেট ধরে খেলতে দেখা যায় তাদের। পাওয়ার হিটিংয়ে কেবল বাউন্ডারি মারার দিকে মনোযোগ দিতে গিয়ে নিয়মিত ডট বল খেলেন তারা।

পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের উদ্বোধনী জুটি থেকে ৪০ রান আসলেও তা দ্রুতগতিতে আসেনি। পাওয়ারপ্লের শেষ ওভারে অফ স্টাম্পের বেশ বাইরের টেনে লেগ সাইডে খেলতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন ২১ বলে ২৩ রান করা ইমন।

এরপর তেমন কোনো আগ্রাসন না দেখিয়ে দলকে জয়ের দিকে নিয়ে যান তানজিদ ও লিটন।

দশম ওভারে বাউন্ডারি লাইনে তানজিদের সহজ ক্যাচ তালু বন্দি করতে ব্যর্থ হন ম্যাক্স ওদাদ।   জীবন পাওয়ার পর ৩৯ বলে ফিফটি পূর্ণ করেন তানজিদ। শেষ পর্যন্ত বাঁহাতি এই ওপেনার অপরাজিত থাকেন ৫৪ রানে। লিটন অপরাজিত থাকেন ১৮ রানে। দ্বিতীয় উইকেটে গড়েন ৬৪ রানের জুটি।

এর আগে তৃতীয় ওভারে জোড়া আঘাতে সফরকারীদের ব্যাটিং ধসের শুরুটা করেন নাসুম। পাওয়ারপ্লের শেষ ওভারে বিক্রমজিৎ সিংকে (২৪) ফেরান তাসকিন। পরের বলে আরেকটি উইকেট পেতে পারতেন ডানহাতি এই পেসার। কিন্তু পা পিছলে যাওয়ায় থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ ব্যর্থ হন তানজিম হাসান সাকিব।

তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ডাচরা। রান তুলতে হিমশিম খাওয়ার পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ৮১ রানে সাজঘরে ফেরে তাদের ৯ ব্যাটার। সুযোগ ছিল ডাচদের একশর আগেই আটকানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু মুস্তাফিজের করা ১৭তম ওভারে তাওহিদ হৃদয় লং অফে বাউন্ডারি লাইন থেকে বেশ ভেতরে দাঁড়ানোয় আরিয়ান দত্তের ক্যাচটি নিতে পারেননি।

পরের ওভারের প্রথম বলে দুই রান নিয়ে তিন অঙ্ক স্পর্শ করে তারা। এক বল পরে দলীয় সর্বোচ্চ ৩০ রান করা আরিয়ানকে বোল্ড করে ইনিংস গুটিয়ে দেন শেখ মাহেদি হাসান। এর আগে দশম উইকেটে দানিয়েল দোরামকে নিয়ে ২২ রানের জুটি গড়েন আরিয়ান।

নাসুমের শিকার ৩ উইকেট। তাসকিন ও মুস্তাফিজ নেন দুটি করে উইকেট।

আগামী বুধবার একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add