এবার জিম্বাবুয়ের টি-টুয়েন্টি দলেও ফিরলেন টেইলর

২ সেপ্টেম্বর ২০২৫

এবার জিম্বাবুয়ের টি-টুয়েন্টি দলেও ফিরলেন টেইলর

পুনর্জীবন পাওয়া ব্রেন্ডন টেইলের আন্তর্জাতিক ক্যারিয়ারে বাকি ছিল কেবল টি-টুয়েন্টিতে ফেরা। এবার পূর্ণ হয়েছে সেটিও। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটারকে নিয়ে দল দিয়েছে জিম্বাবুয়ে।

মঙ্গলবার তিন ম্যাচের সিরিজের জন্য ১৬ সদস্যের ঘোষণা করে স্বাগতিকরা। এক বছরের বেশি সময় পর টি-টুয়েন্টি দলে ফিরেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামস।

২০২১ সালের সেপ্টেম্বরে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন টেইলর। এর চার মাস পর, আইসিসি দুর্নীতি দমন আইনের কয়েকটি ধারা ভঙ্গের দায়ে তাকে সাড়ে তিন বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়।

সেই নিষেধাজ্ঞা শেষ হয় গত জুলাইয়ে। এরপর অবসর ভেঙে আগস্টের শুরুতে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে জাতীয় দলের জার্সিতে আবার আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেন টেইলর।

গত শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে ওয়ানডেতে ফেরেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। প্রায় চার বছর পর এই ফরম্যাটে খেলতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি। রোববার সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে করেন ২০ রান।

জিম্বাবুয়ের জার্সিতে ২০২১ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টি খেলেন টেইলর। চার বছরের বেশি সময় পর আবার এই ফরম্যাটে জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি।

এখন পর্যন্ত দেশের হয়ে ৪৫ টি-টুয়েন্টি খেলা টেইলর ১১৮ দশমিক ২২ স্ট্রাইক রেটে রান করেছেন ৯৩৪, ফিফটি আছে ৬টি।

জিম্বাবুয়ের টেস্ট ও ওয়ানডে দলের নিয়মিত সদস্য উইলিয়ামস সবশেষ দেশের হয়ে টি-টুয়েন্টি খেলেন ২০২৪ সালের মে মাসে, মিরপুরে বাংলাদেশের বিপক্ষে। এই ফরম্যাটে জাতীয় দলের হয়ে ৮১ ম্যাচে ১২৬ দশমিক ৩৮ স্ট্রাইক রেটে বাঁহাতি এই ব্যাটার ১ হাজার ৬৯১ রান করেছেন। ফিফটি হাঁকিয়েছেন ১১টি।

বুধবার হারারেতে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে শেষ দুটি টি-টুয়েন্টি হবে আগামী শনি ও রোববার।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে জিম্বাবুয়ে টি-টুয়েন্টি দল:

সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ব্র্যাড ইভান্স, ট্রেভর গুয়ান্ডু, ক্লাইভ মাডান্ডে, টিনোটেন্ডা মাপোসা, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিইয়োঙ্গা, টাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add