ইংল্যান্ডের ব্যাটিং ধসের পর ১৭৫ বল হাতে রেখে জিতল দক্ষিণ আফ্রিকা
২ সেপ্টেম্বর ২০২৫

কেশব মহারাজ ও ভিয়ান মুল্ডারের বোলিংয়ে দিশেহারা হয়ে অবিশ্বাস্য ব্যাটিং ধসে দেড়শ আগেই গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। ছোট লক্ষ্য তাড়ায় এইডেন মারক্রামের তাণ্ডবে সহজ জয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।
মঙ্গলবার হেডিংলিতে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের দেওয়া ১৩২ রানের লক্ষ্য তাড়ায় ৭ উইকেটের জয় পায় প্রোটিয়ারা। টেম্বা বাভুমার দল লক্ষ্যে পৌঁছায় ১৭৫ বল হাতে রেখেই।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৪ ওভার ৩ বলে ১৩১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। মহারাজের ঘূর্ণিতে এবং মুল্ডারের পেসে কাবু হয়ে স্বাগতিকরা তাদের শেষ ৭ উইকেট হারায় মাত্র ২৯ রানে। পুরো ম্যাচের স্থায়িত্ব ছিল কেবল ২৭২ বল।
জয়ের ভিত গড়ে দেওয়া মহারাজ জেতেন ম্যাচসেরার পুরস্কার। বাঁহাতি এই স্পিনার ২২ রানে শিকার করেন ৪ উইকেট। এছাড়া ৩৩ রানে ৩ উইকেট নেন মুল্ডার।
ঝড়ো ইনিংসে ৫৫ বলে ১৩ চার ও ২ ছক্কায় ৮৬ রান করেন মারক্রাম। এই ইনিংস খেলার পথে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ওপেনারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন তিনি। ডানহাতি এই ব্যাটার ফিফটি স্পর্শ করেন ২৩ বলে।
মারক্রামের ঝড় তোলার দিনে ওয়ানডে অভিষেকে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম লেখান সনি বেকার। ৭ ওভারে কোনো উইকেট ছাড়া ৭৬ রান দিয়েছেন ডানহাতি এই পেসার, যা ওয়ানডে অভিষেকে ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। বেন ডাকেটকে ফিরিয়ে তৃতীয় ওভারে ১৩ রানের উদ্বোধনী জুটিটি থামান নান্দ্রে বার্গার। ভালো শুরুর ইঙ্গিত দিলেও বেশিক্ষণ টিকতে পারেননি জো রুট। ১৪ রান করা অভিজ্ঞ এই ব্যাটারকে ফেরান লুঙ্গি এনগিডি।
তৃতীয় উইকেটে জেইমি স্মিথ ও হ্যারি ব্রুকের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করে ইংলিশরা। কিন্তু অধিনায়ক ব্রুক (১২) রান আউটে কাটা পড়লে ৩৮ রানের এই জুটি থামে। এরপর ৪৬ বলে ফিফটি তুলে নেন স্মিথ। দলীয় ১০২ রানে ৫৪ রান করা এই ওপেনারকে ফিরিয়ে ধসের শুরু করেন মুল্ডার। এরপর উইকেট শিকারে যোগ দেন মহারাজ। টপাটপ উইকেট হারিয়ে ২৪ ওভার ৩ বলে শেষ হয় স্বাগতিকদের ইনিংস।
রান তাড়ায় প্রোটিয়াদের উড়ন্ত সূচনা এনে দেন মারক্রাম। বেকারের করা ইনিংসের প্রথম ওভারে ১৪ রান নেওয়ার পর তৃতীয় ওভারে তোলেন ২০ রান। দলের খাতায় ৫০ রান যোগ হয় ৩২ বলে। ক্যারিয়ারের প্রথম ৪ ওভারে ৫৬ রান দেন বেকার, যার মধ্যে ৪৫ রান একাই নেন মারক্রাম।
তাকে থামিয়ে ১২১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন আদিল রশিদ। এরপর ২১তম ওভারে পরপর আরও দুই উইকেট তুলে নেন এই লেগ স্পিনার। ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন ডেওয়াল্ড ব্রেভিস।
বৃহস্পতিবার লর্ডসে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন: