৫ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

৩ সেপ্টেম্বর ২০২৫

৫ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে এসে প্রথমবারের মতো আগে ব্যাটিং করবে বাংলাদেশ। একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা।

বুধবার সিলেটে সিরিজের শেষ টি-টুয়েন্টিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। এর আগে প্রথম দুই ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লিটন দাস।

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে খেলা এই সিরিজে প্রথমবারের মতো নিজেদের ঝালাই করে নেওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশ ব্যাটাররা। প্রথম দুই ম্যাচে কেবল শুরুর চারজন ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন।

শেষ ম্যাচের একাদশে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, সাইফউদ্দিন, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। তাদেরকের জায়গা করে দিতে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শেখ মাহেদি হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

৩য় টি-টুয়েন্টিতে বাংলাদেশ একাদশ:

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

মন্তব্য করুন: