ইংল্যান্ডের টি-টুয়েন্টি দলে ফিরলেন কারেন
৬ সেপ্টেম্বর ২০২৫

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টিয়েন্টি সিরিজের জন্য ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন স্যাম কারেন। শুক্রবার বাঁহাতি এই পেস বোলিং অলরাউন্ডারকে দলে নেওয়ার কথা জানায় দেশটি।
প্রোটিয়াদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বেন ডাকেটকে। বাঁহাতি এই ওপেনারসহ নিয়মিত আরও কয়েকজন ক্রিকেটারকে আগেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল আগেই। এই সিরিজগুলোর জন্য গত মাসে আলাদা আলাদা দল দিয়েছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।
ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ২৪ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ৫৮ টি-টিয়েন্টি খেলা কারেন এই বছরে জাতীয় দলের হয়ে কোনো ফরম্যাটেই খেলার সুযোগ পাননি। দেশের হয়ে তিনি সবশেষ মাঠে নামেন ২০২৪ সালের নভেম্বরে, টি-টুয়েন্টিতে।
চলতি গ্রীষ্মে ঘরোয়া ক্রিকেটে ব্যাটে-বলে দুর্দান্ত ছন্দে আছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। টি-টুয়েন্টি ব্লাস্ট ও দ্য হান্ড্রেড মিলিয়ে ২৪ ম্যাচে ১৫৪ দশমিক ২১ স্ট্রাইক রেটে তিনি ৬০৩ রান করেছেন। নিয়েছেন ৩৩ উইকেট।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী বুধবার শুরু হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি। এরপর ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে।
প্রোটিয়াদের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হেরেছে ইংল্যান্ড। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আগামী রোববার শেষ ম্যাচে মাঠে নামবে স্বাগতিকরা।
মন্তব্য করুন: