প্রথমবারের মতো বিশ্বকাপের আম্পায়ারিংয়ে বাংলাদেশের জেসি

১১ সেপ্টেম্বর ২০২৫

প্রথমবারের মতো বিশ্বকাপের আম্পায়ারিংয়ে বাংলাদেশের জেসি

আসন্ন মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করতে যাচ্ছেন বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। শুধু তাই নয়, ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া আম্পায়ার ও ম্যাচ রেফারি সবাই নারী।

বৃহস্পতিবার মেয়েদের ১৩তম ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ পরিচালকদের তালিকা প্রকাশ করে আইসিসি। জেসিসহ আম্পায়ারিং প্যানেলে আছেন মোট ১৪ জন। ম্যাচ রেফারির দায়িত্বে আছেন চার জন।

দেশের ইতিহাসে প্রথম নারী আম্পায়ার হিসেবে ছেলেদের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার কীর্তি গড়েন জেসি। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সবশেষ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি।

এর আগে মেয়েদের এশিয়া কাপে দায়িত্ব পালন করলেও এবারই প্রথম আইসিসির কোনো আসরে দায়িত্ব পালনের সুযোগ পেলেন জেসি। ছেলেদের একটি ম্যাচের পাশাপাশি মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে মাঠের ও টিভি আম্পায়ার হিসেবে এখন পর্যন্ত ৮টি ওয়ানডে ও ২২টি টি-টুয়েন্টি পরিচালনা করেছেন তিনি।

৩৪ বছর বয়সী সাবেক এই অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ারে দুটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি খেলেছেন।

এর আগে নারী ম্যাচ অফিসিয়াল দিয়ে ২০২২ কমনওয়েলথ গেমস এবং সবশেষ দুটি টি-টুয়েন্টি বিশ্বকাপ পরিচালনা করিয়েছিল আইসিসি। সেই ধারায় এবারই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপেও ম্যাচ পরিচালনার দায়িত্ব থাকবেন কেবল নারীরা।

আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আট দলের এবারের আসরে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।

মন্তব্য করুন: