টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১১ সেপ্টেম্বর ২০২৫

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার আবু ধাবিতেবি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে কন্ডিশন সম্পর্কে ধারণা নেওয়ার কথা জানান লিটন দাস।

তিন পেসার দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টিতে বিশ্রামে থাকা পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শেখ মাহেদি হাসান, তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান।

হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ একাদশ:

লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান

মন্তব্য করুন: