হংকংকে ১৪৩ রানে আটকাল বাংলাদেশ

১১ সেপ্টেম্বর ২০২৫

হংকংকে ১৪৩ রানে আটকাল বাংলাদেশ

রান রেট বাড়িয়ে নেওয়ার ম্যাচে হংকংকে খুব অল্প রানে আটকাতে পারল না বাংলাদেশ। তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব শুরুতে উইকেট নেওয়ার পর মাঝের কয়েক ওভারে দ্রুত রান তুলে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলেছে এশিয়া কাপের সবচেয়ে দুর্বল দলটি।

বৃহস্পতিবার আবু ধাবিতে ‘বি গ্রুপের ম্যাচে টস জিতে দল ফিল্ডিং বেছে নেওয়ার পর দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দেন তাসকিন। আনশি রথকে (৪) কট বিহাইন্ড করান ডানহাতি এই পেসার। পঞ্চম ওভারের তৃতীয় বলে ছক্কা হজম করার পরের বলে বাবর হায়াতকে (১৪) বোল্ড করেন তানজিম।

পাওয়ারপ্লে শেষে হংকংয়ের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৩৪ রান। ওপেনার জিশান আলী ও নিজাকাত খানের ব্যাটে শুরুর ধাক্কা সামাল দিলেও টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত রান তুলতে পারেনি তারা। তৃতীয় উইকেটে তাদের ৪১ রানের জুটি ভাঙেন তানজিম। মিড উইকেট অঞ্চল থেকে উল্টো দিকে দৌড়ে জিশানের (৩০) দারুণ এক ক্যাচ নেন মুস্তাফিজ।

পরের ওভারে ইয়াসিম মুর্তজার ফিরতি ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হন রিশাদ হোসেন। এরপরই আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলের খাতায় দ্রুত রান তুলতে থাকেন হংকং অধিনায়ক। কিন্তু সঙ্গী নিজাকাতের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউটে কাটা পড়লে ভাঙে ৩৪ বলে ৪৬ রানের জুটিট। মুর্তজা ফেরেন ১৯ বলে ২৮ রান করে।

পরের ওভারে ৪২ রান করা নিজাকাতকে তুলে নেন রিশাদ। পরের বলে আরেক উইকেট তুলে নিয়ে পরের ম্যাচের জন্য হ্যাটট্রিকের সুযোগ বাঁচিয়ে রাখেন এই লেগ স্পিনার।

৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন তানজিম। দুটি করে উইকেট পেয়েছেন তাসকিন ও রিশাদও। কোনো উইকেট না পেলেও ৪ ওভারে মুস্তাফিজুর রহমান দিয়েছেন ২২ রান।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: