‘হংকং ম্যাচে রানরেটের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল জয়’

১২ সেপ্টেম্বর ২০২৫

‘হংকং ম্যাচে রানরেটের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল জয়’

হংকংয়ের বিপক্ষে প্রত্যাশিত জয় ছাপিয়ে দেখার বিষয় ছিল নেট রানরেট কতটা বাড়িয়ে নিতে পারে বাংলাদেশ। কারণ ‘বি গ্রুপে সুপার ফোরে ওঠার লড়াইয়ে শেষ দিকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই হিসাবটিই। কিন্তু টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দলের বিপক্ষে রানরেট বাড়িয়ে নেওয়ার চেয়ে জয়টাই গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়েছেন তাওহিদ হৃদয়।

বৃহস্পতিবার আবু ধাবিতে ‘বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। হংকংয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য লিটন দাসের দল তাড়া করে ১৪ বল হাতে রেখে। এতে নিজেদের রানরেট বাড়িয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করে তারা। 

এই গ্রুপ থেকে সুপার ফোরের দৌড়ে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে গুঁড়িয়ে আফগানিস্তানের নেট রানরেট ৪.৭০০। অন্যদিকে বাংলাদেশের নেট রানরেট ১.০০১। শ্রীলঙ্কা এখনও কোনো ম্যাচ খেলেনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও প্রশ্ন উঠেছিল, হংকংয়ের মতো দুর্বল দলের বিপক্ষে আরও তাড়াতাড়ি ম্যাচটা শেষে করে রানরেট বাড়িয়ে নেওয়ার বিষয়টি। জবাবে হৃদয় জানান, পরিকল্পনা থাকলেও তারা সেভাবে কাজ করতে পারেনি।

এটা ছিল। তার থেকে বড় কথা, আগে নিশ্চিত করতে হবে ম্যাচটা যেন হাত থেকে না বেরিয়ে যায়। আমাদের পরিকল্পনা ছিল ওভাবেই (তাড়াতাড়ি শেষ করার), প্রয়োগের দিক থেকে যদি বলি, হয়তো আরেকটু আগে শেষ করা যেত। হয়তো আরও দুএক ওভার আগে খেলাটা শেষ করতে পারতাম। কিন্তু দিনশেষ ম্যাচের ফল আসাটা গুরুত্বপূর্ণ।

দেখেন এর আগেও যেটা বললাম, দিন শেষে ফলটা গুরুত্বপূর্ণ। যদি না করতে পারতাম, তাহলে আপনারাই হয়তো কথা বলতেন। আমরা আরেকটু আগে খেলাটা শেষ করতে পারতাম। কিন্তু পরিস্থিতি যা দাবি করেছে, আমরা চেষ্টা করেছি ওভাবে খেলার জন্য।

খেলোয়াড় হিসেবে যারাই খেলি, তারা সবাই মাঠে জেতার মানসিকতা নিয়েই যাই। তবে হ্যাঁ, এখানে অনেক প্রশ্ন যদি থাকে আসবে। দিন শেষে ম্যাচের ফলটা যে আমাদের পক্ষে এসেছে, এটাই গুরুত্বপূর্ণ আমাদের কাছে।

আইসিসি র‌্যাঙ্কিংয়ে হংকংয়ের অবস্থান ২৪ নম্বরে। অভিজ্ঞতা ও শক্তিমত্তার দিক দিয়ে তাদের চেয়ে যোজন-যোজন এগিয়ে বাংলাদেশ। কিন্তু এরপরও তাদের বিপক্ষে বাড়তি ঝুঁকি নিতে চায়নি দল।

প্রথমত টি-টুয়েন্টিতে যে কোনো কিছুই হতে পারে। তাই যে কোনো দল যেমন হংকং বা যে কোনো ধরনের দল বড় দল। যখনই আমরা মাঠে নামি, সব দলই একই।

আচ্ছা বলেন হংকংয়ের মতো দলের বিপক্ষে কি আমাদের লক্ষ্য থাকবে হারা? আমাদের লক্ষ্যটা থাকবে অবশ্যই জেতা। হংকং টিম সব টিমই যেকোনো দিন টি-টুয়েন্টি ছোট ফরম্যাটের খেলা, যেকোনো দিন যেকোনো কিছু হতে পারে। তো আমরা ওভাবে চেষ্টা করেছি। হতো আরেকটু। আমি যদি দুই একটা বাউন্ডারি পেতাম, চেষ্টা করেছি হয়নি। আশা করি, সামনে যদি সুযোগ আসে চেষ্টা করব।

শনিবার একই ভেন্যুতে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

মন্তব্য করুন: