বাংলাদেশে সবচেয়ে বেশি ছক্কার মালিক লিটন
১২ সেপ্টেম্বর ২০২৫

হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। ফিফটি হাঁকিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতার পাশাপাশি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার মালিক হয়েছেন ডানহাতি এই ব্যাটার। অন্যদিকে ষষ্ঠ বোলার হিসেবে জাতীয় দলের হয়ে এই ফরম্যাটে পঞ্চাশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন রিশাদ হোসেন।
বৃহস্পতিবার আবু ধাবিতে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে টি-টুয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে শীর্ষস্থান ভাগাভাগি করছিলেন লিটন। হংকং অধিনায়ক ইয়াসিম মুর্তজার করা ১৬তম ওভারের প্রথম বলকে ডিপ মিড উইকেটের উপর দিয়ে সীমানা পার করে এককভাবে শীর্ষে উঠে আসেন তিনি।
১০৯ ইনিংসে লিটনের ছক্কা এখন ৭৮টি। অন্যদিকে ১৩০ ইনিংসে ৭৭টি ছক্কা নিয়ে গত বছর টি-টুয়েন্টি থেকে অবসর নেন মাহমুদউল্লাহ।
৩৯ বলে ৬ চার ও এক ছক্কায় ৫৯ রান ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন লিটন। সবশেষ চার টি-টুয়েন্টিতে বাংলাদেশ অধিনায়কের এটি তৃতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংস।
এর আগে বল হাতে ২ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রিশাদ। এই কীর্তি গড়তে এই লেগ স্পিনারের লেগেছে ৪১ ইনিংস। গড় ২২ দশমিক ৬৬ ও ইকোনমি আটের একটু বেশি।
রিশাদের আগে বাংলাদেশি বোলারদের মধ্যে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৫০ উইকেট নেওয়া বোলাররা হলেন – সাকিব আল হাসান (১৪৯), মুস্তাফিজুর রহমান (১৪২), তাসকিন আহমেদ (৯৬), শরিফুল ইসলাম (৫৮) ও শেখ মাহেদি হাসান (৫৭)।
মন্তব্য করুন: