অ্যাশেজে রুট সেঞ্চুরি না করলে এমজিসিতে নগ্ন হয়ে হাঁটবেন হেইডেন
১২ সেপ্টেম্বর ২০২৫

গত কয়েক বছর ধরে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ছন্দে থাকা জো রুট অস্ট্রেলিয়ার মাটিতে এখন পর্যন্ত এই ফরম্যাটে কোনো সেঞ্চুরির দেখা পাননি। তবে ইংল্যান্ডের সবচেয়ে সফলতম এই ব্যাটারের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এবারের অ্যাশেজে সেই খরা কাটবে বলে মনে করছেন ম্যাথিউ হেইডেন। সেটি না হলে নগ্ন হয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) হাঁটবেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার।
এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে মোট ৩৪টি টেস্ট খেলেছেন রুট। এর মধ্যে ৬৫ ইনিংসে ৪০ দশমিক ৪৬ গড়ে ডানহাতি এই ব্যাটার রান করেছেন ২ হাজার ৪২৮। ১৮টি ফিফটির সঙ্গে হাঁকিয়েছেন ৪টি সেঞ্চুরিও। তবে এই শতকগুলোর সবকটি এসেছে ঘরের মাঠে।
অস্ট্রেলিয়ার মাটিতে এখন পর্যন্ত ১৪ টেস্টে ২৭ ইনিংসে একবারও তিন অঙ্কের দেখা পাননি বর্তমানে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রুট। অর্ধশতকের দেখা পেয়েছেন ৯বার। সর্বোচ্চ ৮৯ রানের ইনিংসটি আসে ২০২১ সালের ডিসেম্বরে, ব্রিসবেনে।
২০২১ সালের শুরু থেকে এখন পর্যন্ত টেস্টে রুটের চেয়ে বেশি রান করতে পারেননি আর কোনো ব্যাটার। ১১১ ইনিংসে তিনি করেছেন ৫ হাজার ৭২০ রান, সেঞ্চুরি ২২টি। এছাড়া আর কোনো ব্যাটার সাড়ে ৩ হাজার রানও করতে পারেননি। চলতি বছর এখন পর্যন্ত ১০ ইনিংসে ৫৭১ রান করেছেন রুট। সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনটি, ফিফটি একটি। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন অ্যাশেজ সিরিজে তার ব্যাট থেকে রান উৎসব দেখার অপেক্ষায় আছেন ক্রিকেটপ্রেমীরা। এর মধ্যে আছেন হেইডেনও।
শুক্রবার প্রচারিত অল ওভার বার দ্য ক্রিকেট পডকাস্টে ইংল্যান্ডের সর্বকালের সেরা অ্যাশেজ একাদশ নিয়ে আলাপকালে রুটকে ছাড়া দল সাজান অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার গ্রেগ ব্লেওয়েট।
সেখানে বিস্ময় প্রকাশ করে সাড়ের ৮ হাজারের বেশি টেস্ট রান করা হেইডেন বলেন, “ইংল্যান্ড দলে সে সবচেয়ে পরিপূর্ণ এক খেলোয়াড়। আমি বিশ্বাস করতে পারছি না তুমি জো রুটকে তোমার দলে রাখোনি। তার গড় ৪০, সর্বোচ্চ ১৮০। গ্রীষ্ম শেষে আমি তোমার সঙ্গে এই নিয়ে আলাপ করব। এই গ্রীষ্মে (অস্ট্রেলিয়ার) সে যদি সেঞ্চুরি না করতে পারে তাহলে আমি পুরো এমসিজি নগ্ন হয়ে হাঁটব।”
পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেইডেনের এই মন্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অল ওভার বার দ্য ক্রিকেটের ইনস্টাগ্রাম পেইজের পোস্টে রুটকে মেনশন দিয়ে এবারের সেঞ্চুরির আহ্বান জানিয়ে কমেন্ট করেন হেইডেনের মেয়ে গ্রেইস হেইডেন।
মন্তব্য করুন: