শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনকে ছাড়া মাঠে নামছে বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে তাসকিন আহমেদকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ। টস হেরে এই ম্যাচে আগে ব্যাটিং করবে লিটন দাসের দল।
শনিবার আবু ধাবিতে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাসকিনের বদলে একাদশে এসেছেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসার নেদারল্যান্ডসের বিপক্ষে সবশেষ সিরিজে খেলেছিলেন।
টসের সময় বাংলাদেশ অধিনায়ক লিটন জানান, পিচ দেখে তার কাছে ভালোই মনে হচ্ছে। তাই আগে ব্যাটিং করতে হওয়ায় কোনো সমস্যা নেই।
‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরের দৌড়ে এগিয়ে যেতে এই ম্যাচে জয় গুরুত্বপূর্ণ বাংলাদেশের। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ জয় পাওয়া বাংলাদেশ নেট রানরেটে (১.০০১) পিছিয়ে থাকায় তালিকার দুই নম্বরে আছে। ৪.৭০০ রানরেট নিয়ে গ্রুপের শীর্ষে আছে আফগানিস্তান।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
মন্তব্য করুন: