শামীম-জাকেরের ব্যাটে লড়াই করার সুযোগ পেল বাংলাদেশ

১৩ সেপ্টেম্বর ২০২৫

শামীম-জাকেরের ব্যাটে লড়াই করার সুযোগ পেল বাংলাদেশ

শুরুতেই শ্রীলঙ্কার বোলারদের তোপের মুখে দিশেহারা হয়ে পড়েছিল বাংলাদেশ। তবে শামীম হোসেন পাটোয়ারী ও জাকের আলীর দৃঢ়তায় লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে লিটন দাসের দল।

শনিবার আবু ধাবিতে এশিয়া কাপের ‘বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৩৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জাকের ৩৪ বলে ৪১ এবং শামীম সমান বলে ৪২ রানে অপরাজিত থাকেন।

৫৩ রানে শুরুর পাঁচ ব্যাটারকে হারানোর পর ষষ্ঠ উইকেটে ৬১ বলে ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে সেই বিপর্যয় সামাল দেন শামীম-জাকের। শেষ ৪ ওভারে এই দুই ব্যাটার দলের খাতায় যোগ করেন ৩৯ রান।

ব্যাটিংয়ে নেমে শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারে দুটি ফুলটস মিস করে শেষ বলে আউট হন তানজিদ হাসান তামিম। বাঁহাতি এই ওপেনারের অফস্টাম্প উপড়ে দেন নুয়ান তুশারা। টি-টুয়েন্টিতে ডানহাতি এই পেসারকে মোকাবেলা করা ৫ ইনিংসের মধ্যে ৩টিতেই আউট হয়েছেন তানজিদ।

পরের ওভারে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমনও। প্রথম ওভারের মতো এই ওভারেও দলের খাতায় কোনো রান যোগ হয়নি।

পূর্ণ সদস্য দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়বারের মতো প্রথম দুই ওভার মেডেন হওয়ার ঘটনা এটি। এর আগে ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই কীর্তি গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

ইনিংসের প্রথম রান আসে ১৪তম বলে, ডিপ স্কোয়ার লেগে ঠেলে দিয়ে এক রান নেন লিটন। পঞ্চম ওভারে ব্যক্তিগত ৪ রানে জীবন পেলেও তা কাজে লাগাতে পারেননি তাওহিদ হৃদয়। পরের বলে দৌড়ে তিন রান নিতে গিয়ে রানআউটে কাটা পড়েন তিনি। ডিপ স্কোয়ার লেগ থেকে সরাসরি থ্রোতে বোলিং প্রান্তের স্টাম্প ভাঙেন কামিল মিশারা।

ষষ্ঠ ওভারে লিটন ১৪ রান নিলে পাওয়ারপ্লে শেষে দলের খাতায় যোগ হয় ৩ উইকেটে ৩০ রান। এক ওভার পরে ওয়াননিন্দু হাসারাঙ্গার বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন ব্যাটিং অর্ডারে আগে উঠে আসা শেখ মাহেদি হাসান (৯)।

দশম ওভারে জীবন পান জাকেরও। হাসারাঙ্গার করা ওভারের তৃতীয় বলটি স্টাম্পে লাগলে বাতি জ্বলে ওঠে, কিন্তু বেল না পড়ায় বেঁচে যান ডানহাতি এই ব্যাটার। এক বল পরেই সাজঘরের পথ দেখেন ২৮ রান করা লিটন। রিভার্স সুইপ করতে গিয়ে বল তার গ্লাভসে লেগে উইকেটকিপারের কাছে যায়। ১০ ওভার শেষে দলের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৫৪ রান।

দুই ওভার পর দুই রান নিতে গিয়ে অসাধারণ এক ডাইভে নিজের উইকেট বাঁচান শামীম। নিয়মিত বাউন্ডারি না এলেও দৌড়ে রান নিয়ে রানের খাতা সচল রাখেন শামীম ও জাকের। মাতিশা পাথিরানার করা ১৯তম ওভারে ইনিংস সর্বোচ্চ ১৮ রান নেন তারা।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: