ভারত হাত মেলায়নি, ম্যাচ রেফারির ‘তাৎক্ষণিক অপসারণ’ চায় পাকিস্তান

১৫ সেপ্টেম্বর ২০২৫

ভারত হাত মেলায়নি, ম্যাচ রেফারির ‘তাৎক্ষণিক অপসারণ’ চায় পাকিস্তান

ভারত-পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচে তেমন কোনো উত্তাপ ছড়ায়নি। তবে ম্যাচের আগে পরে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। এই ঘটনায় ম্যাচ রেফারির তাৎক্ষণিক অপসরণের দাবি জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

রোববার দুবাইয়েগ্রুপে ভারত-পাকিস্তানের ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট। টসের সময় দুই দলের অধিনায়কের করমর্দন করার রীতি থাকলেও এদিন তা হয়নি। এমনকি ম্যাচ শেষেও পাকিস্তান দলের সঙ্গে হাত না মিলিয়েই মাঠ ছেড়ে বেরিয়ে যায় ভারতীয় ক্রিকেটাররা।

সোমবার এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, পিসিবির অভিযোগ, টসের সময় পাইক্রফট নাকি দুই অধিনায়ককে হাত মেলাতে নিষেধ করেছিলেন। বিষয়টি আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খানের উদ্দেশে পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়। চিঠিতে বলা হয়, টসের সময় পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে আলাদা ডেকে নিয়ে বলেন, টসে কোনো হাত মেলানো হবে না। এরপর আলাদাভাবে তিনি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গেও কথা বলেন।

পিসিবি প্রধানের দায়িত্ব ছাড়াও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবে আছেন নাকভি। আইসিসির কাছে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানোর কথা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান তিনি।

পিসিবি আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে যে ম্যাচ রেফারি আইসিসির কোড অব কন্ডাক্ট এবং এমসিসি আইনের স্পিরিট অব ক্রিকেট লঙ্ঘন করেছেন। পিসিবি এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারির তাৎক্ষণিক অপসারণ দাবি করেছে।

পিসিবির দাবি, পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ আকরাম চীমা পরে টুর্নামেন্ট ডিরেক্টর অ্যান্ড্রু রাসেলের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, ভারত সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)

পাইক্রফট আসলেই দুই অধিনায়ককে হাত না মেলাতে বলেছিলেন কি না, তা আইসিসির কাছে জানতে চেয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার জানান, খেলোয়াড়রা বিসিসিআই ও সরকারের সিদ্ধান্তের সঙ্গেই আছেন। পাকিস্তান অধিনায়ক সালমান ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেননি। সংবাদ সম্মেলনে পাকিস্তান কোচ মাইক হেসন ভারতের হ্যান্ডশেক না করার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন।

মন্তব্য করুন: