প্রতিকূল আবহাওয়ায় এনসিএল টি-টুয়েন্টি স্থগিত

১৬ সেপ্টেম্বর ২০২৫

প্রতিকূল আবহাওয়ায় এনসিএল টি-টুয়েন্টি স্থগিত

প্রতিকূল আবহাওয়ার কারণে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টির চলমান আসর অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি।

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, আবার টুর্নামেন্ট চালুর বিষয়টি পরে জানিয়ে দেওয়া হবে।

গত রোববার মাঠে গড়ায় এনসিএল টি-টুয়েন্টির দ্বিতীয় আসর। কিন্তু শুরুর দিক থেকেই বৃষ্টির বাধায় পড়ে টুর্নামেন্টটি। উদ্বোধনী দিনে রাজশাহীতে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টির কারণে নেমে আসে মাত্র ওভারে। সেই ম্যাচে ঢাকা মেট্রোর কাছে ৭ উইকেটে হারে রাজশাহী।

একই দিনের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির বাধায় বগুড়ায় পরিত্যক্ত হয়।

আবহাওয়ার পূর্বাভাসে পরবর্তী দুই দিন বৃষ্টির শঙ্কা থাকায় বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে স্থানান্তরিত করা হয়। তবে তাতেও লাভ হয়নি। সোমবার রাজশাহীর ম্যাচ দুটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। পরে মঙ্গলবারের দুই ম্যাচ বুধবারে নেওয়া হয়েছিল।

কিন্তু আবহাওয়ার উন্নতি না হওয়ায় সেই দুটি ম্যাচ নিয়েও শঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত আপাতত টুর্নামেন্টই স্থগিত করা হলো।

গত বছর প্রথমবারের মতো টি-টুয়েন্টি ফরম্যাটে আয়োজিত হয়েছিল এনসিএল। সিলেটে অনুষ্ঠিত সেই আসরে ঢাকা মেট্রোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর। এবার সিলেটের সঙ্গে ভেন্যুর তালিকায় যুক্ত হয়েছিল রাজশাহী ও বগুড়ার নাম।

মন্তব্য করুন: