বাংলাদেশ সফরের সূচি নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
১৬ সেপ্টেম্বর ২০২৫

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী, আগামী অক্টোবরে সাদা বলের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরে আসার কথা আগেই জানা ছিল। এবার সিরিজের ম্যাচগুলো শুরুর দিনক্ষণ নিশ্চিত করেছে দলটির ক্রিকেট বোর্ড (সিডাব্লিউআই)।
সোমবার এক বিবৃতিতে চলতি বছর বিদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজগুলোর সূচি জানায় সিডাব্লিউআই। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত করলেও এখনও ভেন্যু ও ম্যাচ শুরুর সময় ঠিক হয়নি।
আগামী ১৮ অক্টোবর মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ অক্টোবর। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ তারিখ। পরের দুই ম্যাচ ৩০ অক্টোবর ও ১ নভেম্বর।
চলতি মাসে নেপালের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে সব ফরম্যাট মিলিয়ে দেশের বাইরে ২২ ম্যাচ খেলতে বের হবে ক্যারিবিয়ানরা। আগামী ২৭ সেপ্টেম্বর শারজায় শুরু হবে নেপালের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি।
এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে যাবে ওয়েস্ট ইন্ডিজ। অক্টোবরে আহমেদাবাদ (২-৬ তারিখ) ও দিল্লিতে (১০-১৪ তারিখ) ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এরপর বাংলাদেশে আসবে তারা।
এই সিরিজ শেষে প্রায় দুই মাসের সফরে নিউ জিল্যান্ডে যাবে ক্যারিবিয়ানরা। সেখানে মোট ১১টি ম্যাচ খেলবে তারা, যার শুরুটা হবে ৫ নভেম্বর পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ দিয়ে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ১৫ নভেম্বর। ২ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।
মন্তব্য করুন: