৪ পরিবর্তন নিয়ে টিকে থাকার লড়াইয়ে নামছে বাংলাদেশ

১৬ সেপ্টেম্বর ২০২৫

৪ পরিবর্তন নিয়ে টিকে থাকার লড়াইয়ে নামছে বাংলাদেশ

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস। একাদশে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

মঙ্গলবার আবু ধাবিতে ‘বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। শুধু জিতলেই হবে না, সুপার ফোরের যাওয়ার সম্ভাবনা আরেকটু বাড়াতে নেট রানরেটও বাড়াতে হবে দলকে। হারলেই এবারের আসর থেকে বিদায় নিতে হবে লিটন-মুস্তাফিজদের।

ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে অধিনায়ক লিটন জানান, পিচ কিছুটা মন্থর হলেও ১৬০ রান ভালো একটি সংগ্রহ হবে। এছাড়াও ম্যাচ নিয়ে ইতিবাচক মনোভাব কাজ করছে দলের মধ্যে।

স্পিনে শক্তি বাড়াতে একজন কম পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

একাদশে ফিরেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ। বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশ:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: