টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশের ১৫৪

১৬ সেপ্টেম্বর ২০২৫

টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশের ১৫৪

সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের ব্যাটে উড়ন্ত সূচনাই পেয়েছিল বাংলাদেশ। কিন্তু এই জুটি ভাঙতেই আফগানিস্তান স্পিনারদের সামলে দ্রুত রান তুলতে হিমশিম খেতে শুরু করে তারা। শেষ দিকেও ঝড় তুলতে ব্যর্থ হওয়ায় এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আফগানদের ১৫৫ রানের লক্ষ্য দিয়েছে লিটন দাসের দল।

মঙ্গলবার আবু ধাবিতে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তানজিদের ফিফটির সুবাদে ৫ উইকেটে ১৫৪ রান তোলে বাংলাদেশ।

ক্যারিয়ারের সপ্তম ফিফটিতে তানজিদ ফেরেন ৫২ রানে। বাঁহাতি এই ওপেনার তার ৩১ বলের ইনিংসটি সাজান ৪ চার ও ৩ ছক্কায়।

পাওয়াপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান তোলা দল পরের ১৪ ওভারের মধ্যে মাত্র দুই ওভারে ১০ বা তার বেশি রান নিতে পেরেছে। জাকের আলী ও নুরুল হাসান সোহান মিলে শেষ ১১ বলে তুলতে পারেন মাত্র ১৫ রান। এর মধ্যে পাঁচ বলে কোনো রানই নিতে পারেননি তারা। চারটি বল লেগ সাইডে মারতে গিয়ে ব্যাটে লাগাতেই ব্যর্থ হন জাকের।

উদ্বোধনী জুটিতে পরিবর্তন এনে এদিন সফল হয় বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে সাইফ ও তানজিদের কল্যাণে ১১ ইনিংস পর প্রথমবারের মতো উদ্বোধনী জুটিতে পঞ্চাশ রানের দেখা পায় দল। তবে পাওয়াপ্লে শেষ হতেই থামে এই জুটিও।

সপ্তম ওভারে প্রথমবারের মতো বল হাতে নিয়ে সাইফকে (৩০) বোল্ড করে ৬৩ রানের এই জুটি ভাঙেন রশিদ খান। দ্রুত সাজঘরের পথ দেখেন অধিনায়ক লিটন (৯)। নূর আহমেদের প্রথম বলেই এলবিডাব্লিউর ফাঁদে পড়েন বাংলাদেশ অধিনায়ক। এরপর আরও কমতে থাকে রানের গতিও।

২৮ বলে ফিফটি হাঁকানো তানজিদ নূরের ওপর চড়াও হতে গিয়ে ফেরেন দলীয় ১০৪ রানে। এরপর আফগান ঘূর্ণিতে রীতিমত ধুঁকতে শুরু করেন ব্যাটাররা। ১১ বলে ১১ রানে ফেরেন শামীম হোসেন পাটোয়ারী। আসর জুড়ে ধুঁকতে থাকা তাওহিদ হৃদয় ফেরেন ২০ বলে ২৬ রান করে।

শেষ দিকে জাকের ১৩ বলে ১২ ও সোহান ৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন। শেষ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে দলের খাতায় যোগ হয় ৬৭ রান।

দুটি করে উইকেট নেন রশিদ ও নূর।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে]

মন্তব্য করুন: